পড়ে মৃত গৃহবধূ

ছাদ থেকে পড়ে মৃত্যু হল এক গৃহবধূর। পুলিশ জানিয়েছে, মৃতার নাম প্রীতি জাজু। শুক্রবার, কড়েয়া থানার ঝাউতলা লেনে। প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, এটি আত্মহত্যা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২২ এপ্রিল ২০১৭ ০১:০৯
Share:

প্রতীকী ছবি।

ছাদ থেকে পড়ে মৃত্যু হল এক গৃহবধূর। পুলিশ জানিয়েছে, মৃতার নাম প্রীতি জাজু। শুক্রবার, কড়েয়া থানার ঝাউতলা লেনে। প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, এটি আত্মহত্যা।

Advertisement

মৃতার আত্মীয়া কুসুম জাজু জানান, স্বামী রীতেশ ও দুই মেয়েকে নিয়ে গত জুনে দিল্লি থেকে কলকাতায় আসেন প্রীতি। প্রীতি সম্প্রতি বাড়িতে প়ড়ানো শুরু করেছিলেন।

পুলিশ জানায়, এ দিন মেয়েদের স্কুলে পৌঁছে দিয়ে এসে রান্না করছিলেন প্রীতি। ঘরে শাশুড়ি ও পিসি শাশুড়ি ছিলেন। দুপুরে আবাসনেরই চারতলার বাসিন্দা মুন্দ্রা পরিবারের এক আহত শিশুকে দেখতে তাঁদের ফ্ল্যাটে যান প্রীতি ও তাঁর শাশুড়ি। পরিবারের দাবি, কিছু পরে শাশুড়ি নেমে এলেও প্রীতি নামেননি। প্রীতিকে খুঁজতে শুরু করেন তাঁরা। এর মধ্যেই আবাসনের নীচ থেকে চিৎকার শুনে তাঁরা দেখেন প্রীতি পড়ে রয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রীতিকে ছাদের পাঁচিল টপকে চারতলার টিনের শেডে় নামতে দেখে অনেকেই চিৎকার করতে করতে ছুটে আসেন। ততক্ষণে দেরি হয়ে গিয়েছিল। শেডের উপর থেকে ঝাঁপিয়ে পড়েন প্রীতি। হাসপাতালে চিকিৎসকেরা প্রীতিকে মৃত ঘোষণা করেন। প্রীতির শ্বশুরবাড়ির লোকজন গোলমালের কথা স্বীকার করেননি। সন্ধ্যা পর্যন্ত অভিযোগ দায়ের হয়নি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement