ফুটপাথে বাস উঠে ধাক্কা, মৃত্যু যুবকের

প্রচারই সার। ‘সেফ ড্রাইভ, সেভ লাইফ’-এর শহরে বেপরোয়া গাড়ির দৌরাত্ম্য কমছে না একটুও। এমনকী, সরকারি বাসও তার বাইরে নয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ জানুয়ারি ২০১৭ ০০:৩৯
Share:

এখানেই ঘটে দুর্ঘটনা। সোমবার। — নিজস্ব চিত্র

প্রচারই সার। ‘সেফ ড্রাইভ, সেভ লাইফ’-এর শহরে বেপরোয়া গাড়ির দৌরাত্ম্য কমছে না একটুও। এমনকী, সরকারি বাসও তার বাইরে নয়। সোমবার সন্ধ্যায় মধ্য কলকাতার কলেজ স্ট্রিটে এমনই এক বেপরোয়া সরকারি বাসের ধাক্কায় মৃত্যু হয়েছে এক যুবকের। জখম আরও চার জন। তাঁদের মধ্যে এক পুলিশকর্মীও রয়েছেন।

Advertisement

পুলিশ জানিয়েছে, মৃতের নাম মনিরুল সর্দার (২১)। বাসের ধাক্কায় জখম হয়েছেন মুচিপাড়া থানার কনস্টেবল সঞ্জয় পাঠক। এই ঘটনার পরে ক্ষুব্ধ ব্যবসায়ীরা প্রায় পনেরো মিনিট পথ অবরোধ করেন। ফলে এলাকায় যানজট হয়। পরে পুলিশ গিয়ে অবরোধ তুলে দেয়।

পুলিশ সূত্রে খবর, সোমবার সন্ধ্যা সাড়ে ছ’টা নাগাদ হাওড়া থেকে আসা একটি সরকারি বাস কলেজ স্ট্রিট থেকে সূর্য সেন স্ট্রিটের দিকে বাঁক নিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সোজা ফুটপাথে উঠে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, বাসের ধাক্কায় ফুটপাথের পাঁচটি দোকান ক্ষতিগ্রস্ত হয়। ওই সময়ে ফুটপাথে দাঁড়িয়ে বই কিনছিলেন অনেকে। বাসটি প্রথমে মনিরুলকে ধাক্কা মারে। তার পরে ধাক্কা দেয় আরও কয়েক জনকে। মনিরুলকে কাছেই কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। আহতদের মধ্যে রয়েছেন বই ব্যবসায়ী সুজিত সাহা। তিনি বলেন, ‘‘দোকানের সামনেই দাঁড়িয়েছিলাম। হঠাৎ বাসটা সূর্য সেন স্ট্রিটের দিকে ঘুরে আমাদের দোকান ঘেঁষে চলে যায়। আমি ছিটকে পড়ি।’’

Advertisement

দুর্ঘটনার পরে চালক বাস নিয়ে দ্রুত পালাতে চেষ্টা করলে স্থানীয় বাসিন্দারা আটকে দেন। বাসটি ভাঙচুর করে ক্ষুব্ধ জনতা। চালককে গ্রেফতার করেছে পুলিশ। স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, বইয়ের দোকান লাগোয়া ফুটপাথও সঙ্কীর্ণ। তার মধ্যেই অটো, বাস যাত্রী তোলে। আহত বইয়ের দোকানের কর্মী দেবজ্যোতি পোদ্দারের অভিযোগ, ‘‘আগেও এখানে দুর্ঘটনা ঘটেছে। স্টপেজ না হওয়া সত্ত্বেও এখানে বাস, অটো থামে। পুলিশকে বারবার বলেও লাভ হয় না।’’

সচেতন না হলে ভবিষ্যতে এমন আরও দুর্ঘটনা ঘটার আশঙ্কা করছেন স্থানীয় ব্যবসায়ীরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন