বাচ্চা কাল্লু নয়, তাঁর দাদা বাপি ছিলেন দুষ্কৃতীদের লক্ষ্য। তাই গত সোমবার সকালে লম্বা বাবলু ওরফে মহম্মদ মুস্তাকিন, ইলু ওরফে ইলিয়াস ও আয়ুব-সহ চার জন দু’টি মোটরবাইক নিয়ে অপেক্ষা করছিল এন্টালি থানা এলাকার লোরেটো স্কুলের সামনে। কিন্তু ভুল করে তারা বাপির বদলে তাঁর ভাই বাচ্চা কাল্লুকে গুলি করে বসে। আহত হয় কাল্লু। লালবাজারের দাবি, শনিবার বাবলু, ইলিয়াস ও আয়ুবকে গ্রেফতারের পরে জেরায় এমনটাই জানতে পেয়েছেন তদন্তকারীরা। পুলিশ জানায়, বাবুঘাট বাসস্ট্যান্ডের কাছ থেকে তাদের গ্রেফতার করেন কলকাতা পুলিশের গুণ্ডা দমন শাখার অফিসারেরা। তবে এখনও চতুর্থ অভিযুক্তের খোঁজ পায়নি পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
গোয়েন্দারা জানিয়েছেন, পুরনো শত্রুতার জেরে বাবলুরা বাপিকে আক্রমণের পরিকল্পনা করে। সেই মতো গত সোমবার তারা চার জন দু’টি মোটরবাইকে এসে স্কুল থেকে কিছু দূরে অপেক্ষা করতে থাকে। তখনই ভাইঝিকে স্কুলে দিতে আসে বাচ্চা কাল্লু। তাকে বাপি ভেবে গুলি চালায় ধৃতেরা। গুলি লাগে কাল্লুর পায়ে। স্কুলের সামনে এই ঘটনায় আতঙ্ক ছড়ায়। লালবাজার সূত্রে খবর, অভিযুক্তেরা প্রথমে আশ্রয় নেয় বারুইপুরের একটি বাড়িতে। সেখান থেকে দক্ষিণ ২৪ পরগনার নানা জায়গা ঘুরে শনিবার বিহারে পালানোর ছক কষেছিল তারা। তাদের কাছ থেকে কোনও অস্ত্র উদ্ধার হয়নি বলে জানায় পুলিশ।