বাইপাসে ছবিটি তুলেছেন দেশকল্যাণ চৌধুরী।
সকালে এমনই ছিল শহরের আকাশ। রবিবার এর জেরে বিঘ্নিত হয় ট্রেন চলাচল। গাড়ির গতিও ছিল খুব শ্লথ। সুকান্ত সেতুতে একটি ছোট দুর্ঘটনাও ঘটে। কলকাতা বিমানবন্দরে দৃশ্যমানতা সাড়ে তিনশো মিটারের নীচে নেমে যাওয়ায় উড়ান ওঠা-নামাতেও সমস্যা হয়। কয়েকটি বিমান কলকাতায় নামতে না পেরে অন্যত্র উড়ে যায়। ভোর ৫টা নাগাদ চেন্নাই থেকে জেট এয়ারওয়েজের একটি বিমান এসে আধ ঘণ্টা চক্কর কেটে তবে নামতে পারে। হাওয়া অফিস জানিয়েছে, খুব নিচু স্তরে জলীয় বাষ্প বেশি থাকার কারণেই এই কুয়াশা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অবশ্য দৃশ্যমানতা বাড়তে থাকে। রোদের সঙ্গে বাড়তে থাকে তাপমাত্রাও।