Belur Math

Janmashtami 2022: রীতি মেনে জন্মাষ্টমীর ভোরে কাঠামো পুজো, বেলুড়ে দুর্গোৎসবের সূচনা

ঢাকে কাঠি পড়ে গেল বেলুড় মঠে। রীতি মেনে জন্মাষ্টমীর ভোরে হয়ে গেল দু্র্গা প্রতিমার কাঠামো পুজো।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

হাওড়া শেষ আপডেট: ১৯ অগস্ট ২০২২ ২৩:১২
Share:

বেলুড় মঠে পালিত হল জন্মাষ্টমীতে নিজস্ব চিত্র।

জন্মাষ্টমীর ভোরে বেলুড় মঠে হয়ে গেল দুর্গাপুজোর সূচনা। প্রথা মেনে শুক্রবার ভোরে দেবী দু্র্গার কাঠামো এবং মণ্ডপের খুঁটি পুজো হল বেলুড় মঠে।

Advertisement

প্রতি বছর এই জন্মাষ্টমীর সকালেই বেলুড় মঠে দেবীর কাঠামো পুজো হয়। গত দু’বছর করোনার কারণে ছোট করেই হয়েছে পুজো। ভক্তরা শামিল হতে পারেননি। এ বছর ভক্তরা বেলুড় মঠের দুর্গোৎসবে যোগ দিতে পারবেন। সেই সমারোহেরই সূচনা হল জন্মাষ্টমীতে।

বৃহস্পতিবার সন্ধ্যায় জন্মাষ্টমী পুজো হয় মঠে। শুক্রবার ভোরে মূল মন্দিরে মঙ্গলারতি হয়। তার পর মন্দিরের ভিতরে রামকৃষ্ণদেবের মূর্তির পাশেই শুরু হয় কাঠামো পুজো। ফুল-ফল-ধূপ-নৈবেদ্য নিবেদন করে বৈদিক মন্ত্রাচরণ করে পুজো করেন সন্ন্যাসীরা।

Advertisement

প্রসঙ্গত, বেলুড়ে দেবীর এই কাঠামো স্থায়ী। প্রতি বছর দশমীতে গঙ্গায় প্রতিমা নিরঞ্জনের পর কাঠামোটি গঙ্গা থেকে তুলে এনে রাখা হয়। তার পর ওই কাঠামোর উপরেই প্রতিমা তৈরি করা হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন