Amit Shah

‘২ কোটির চাকরি কই ?’ অমিতের সভার আগে পোস্টারে ছয়লাপ কাকদ্বীপ

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকাল থেকেই এলাকার বিভিন্ন জায়গায় অমিত-বিরোধী পোস্টার দেখা যায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কাকদ্বীপ শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২১ ১২:৫০
Share:

এই সেই পোস্টার। —নিজস্ব চিত্র।

অমিত শাহের সভার আগে কাকদ্বীপ জুড়ে পোস্টারে ছয়লাপ৷ ‘২ কোটি বেকারের চাকরি কোথায়?’, ‘পাঙ্গা না চাকরি দিয়ে যান’, স্লোগান লিখে জাতীয় সড়কের দু’ধারে পোস্টার, ব্যানার, রাস্তা ভরিয়ে দিলেন বাম সমর্থক ও কর্মীরা৷ কাকদ্বীপ বাসস্ট্যান্ড থেকে নামখানার নাদাভাঙা পর্যন্ত ২০ কিলোমিটার পথের দু’ধারে চোখে পড়ল অসংখ্য পোস্টার, ব্যানার। কোথাও কোথাও লিখে রাখা হয়েছে পিচের রাস্তাতেও। অমিতের সফরের আগে বৃহস্পতিবার সকাল থেকে এই ঘটনা নিয়ে মৃদু উত্তেজনাও ছড়াল এলাকায়।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকাল থেকেই এলাকার বিভিন্ন জায়গায় অমিত-বিরোধী পোস্টার দেখা যায়। পোস্টারে লেখা ছিল ‘২ কোটি বেকারের চাকরি কোথায়?’ কোথাও কোথাও কেন্দ্রীয় কৃষি আইনেরও সমালোচনা করা হয়েছে।কাকদ্বীপের সিপিএম নেতা মিতেন্দ্র ভুঁইয়া বলেন, ‘‘বাম ছাত্র সংগঠন নিজেদের দাবি নিয়ে পোস্টার দিয়েছে। মোদী সরকার যা প্রতিশ্রুতি দিয়েছিল, তা পূরণ হয়নি। তাই বেকারত্বের সমস্যা নিয়ে এই পোস্টার লাগানো হয়েছে।’’

পোস্টার লাগানোর ঘটনায় ক্ষোভে ফুঁসছেন এলাকার বিজেপি নেতৃত্ব। এ বিষয়ে বিজেপির মথুরাপুর সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক শ্যামাপ্রসাদ হালদার বলেন, ‘‘খুবই নিন্দনীয় ঘটনা। দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে ‘গো ব্যাক’স্লোগান দিয়ে নোংরা রাজনীতি করছে সিপিএম। আগে বিজেপির রাজ্য ও কেন্দ্রীয় নেতাদেরকে কালো পতাকা ও ‘গো ব্যাক’ স্লোগান দিয়ে নোংরা রাজনীতি করত তৃণমূল। এখন সেই রাজনীতি করছে বামেরা।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন