ট্রেনের মহিলা কামরায় দুষ্কৃতীর খপ্পরে তরুণী

লোকাল ট্রেনের মহিলা কামরায় উঠে ইঞ্জিনিয়ারিং ছাত্রীর মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছিল এক দুষ্কৃতী। বাধা পেয়ে পাশে বসা এক মহিলার হার ছিনতাই করে সে। এক জনের মুখে-পেটে ঘুষি মারে, ছুরির কোপ দেয়। রিভলভারের বাট দিয়ে অন্য জনের মাথা ফাটিয়ে দেয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

ব্যান্ডেল শেষ আপডেট: ১৮ জুলাই ২০১৫ ০৩:৪২
Share:

লোকাল ট্রেনের মহিলা কামরায় উঠে ইঞ্জিনিয়ারিং ছাত্রীর মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছিল এক দুষ্কৃতী। বাধা পেয়ে পাশে বসা এক মহিলার হার ছিনতাই করে সে। এক জনের মুখে-পেটে ঘুষি মারে, ছুরির কোপ দেয়। রিভলভারের বাট দিয়ে অন্য জনের মাথা ফাটিয়ে দেয়।

Advertisement

শুক্রবার বিকেলে ঘটনাটি ঘটে ডাউন ব্যান্ডেল-হাওড়া লোকালে। হুগলি স্টেশনে ঢোকার মুখে ট্রেনের গতি কমলে দুষ্কৃতীরা লাফ দিয়ে পালায়। দুই মহিলাই হাসপাতালে চিকিৎসাধীন। হাওড়া রেল পুলিশের এক কর্তা দাবি করেন, ‘‘তল্লাশি শুরু হয়েছে।’’ তবে এই ঘটনার জেরে ট্রেনে মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন নিত্যযাত্রীরা।

রেল পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হাওড়াগামী ট্রেনটি বিকেল সাড়ে ৪টে নাগাদ ব্যান্ডেল স্টেশন থেকে ছাড়ার মুহূর্তে এক যুবক মহিলা কামরায় উঠে পড়ে। অভিযোগ, যুবকটির হাতে ছুরি ছিল, আগ্নেয়াস্ত্রও। প্রথমে সুনন্দা চক্রবর্তী নামে এক তরুণীর উপরে চড়াও হয় সে। সুনন্দার বাড়ি হাওড়ার সালকিয়ায়, বাঁশবেড়িয়ার ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্রী তিনি। যুবকটি মোবাইল ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করলে তিনি বাধা দেন। সুনন্দার মা সুস্মিতা চক্রবর্তী বলেন, ‘‘দিনদুপুরে যদি দুষ্কৃতীরা এ ভাবে আক্রমণ করে, কোন ভরসায় মেয়েকে পাঠাব! মেয়েদের কোনও নিরাপত্তাই তো নেই। ’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন