Thakurpukur Road Accident

ভিড় বাজারে প্রৌঢ়কে পিষে মারার ঘটনায় যুক্ত হল খুনের ধারা

পুলিশি হেফাজত শেষে অভিযুক্ত চালক আপাতত জেল হেফাজতে আছেন। তবে, পুলিশ খুনের ধারা যুক্ত করলেও চালকের তরফে এর বিরোধিতা করে ওই ধারা খারিজের জন্য আদালতে আবেদন করা হয়েছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ মে ২০২৫ ০৯:৪৬
Share:

আগামী বুধবার ফের শুনানি রয়েছে। —প্রতীকী চিত্র।

ঠাকুরপুকুরে বাজারের মধ্যে বেপরোয়া ভাবে গাড়ি চালিয়ে এক প্রৌঢ়কে মেরে ফেলার ঘটনায় এ বার খুনের ধারা যুক্ত করল লালবাজার। গত সপ্তাহে আলিপুর আদালতে ওই ধারা যুক্ত করার আবেদন জানানো হয়। পরে তা মঞ্জুর করেন বিচারক। একই সঙ্গে, ওই ঘটনায় ন’জন আহত হওয়ার পরিপ্রেক্ষিতে গ্রেফতার হওয়া গাড়িচালকের বিরুদ্ধে খুনের চেষ্টার ধারাও যোগ করা হয়েছে। পুলিশি হেফাজত শেষে অভিযুক্ত চালক আপাতত জেল হেফাজতে আছেন। তবে, পুলিশ খুনের ধারা যুক্ত করলেও চালকের তরফে এর বিরোধিতা করে ওই ধারা খারিজের জন্য আদালতে আবেদন করা হয়েছে। আগামী বুধবার ফের শুনানি রয়েছে।

এপ্রিল মাসের প্রথম রবিবার ঠাকুরপুকুরের ব্যস্ত বাজারের ভিতরে বেপরোয়া ভাবে একটি গাড়ি ঢুকে পড়ে। সেটির ধাক্কায় মৃত্যু হয় আমিনুর রহমান নামে এক প্রৌঢ়ের। ঘটনায় পুলিশ গ্রেফতার করে গাড়িচালক সিদ্ধান্ত দাস ওরফে ভিক্টোকে। তদন্তে উঠে আসে, অভিযুক্ত চালকের রক্তে অ্যালকোহলের পরিমাণ ছিল স্বাভাবিক মাত্রার কয়েক গুণ বেশি।

এক তদন্তকারী অফিসার জানান, ওই এলাকায় যাতায়াত ছিল ধৃত চালকের। ফলে তিনি জানতেন, রবিবার ওই বাজারে কেমন ভিড় থাকে। পুলিশের দাবি, মত্ত অবস্থায় গাড়ি চালালে কী হতে পারে, তা-ও জানতেন সিদ্ধান্ত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন