বলরামপুরে এখনই সিবিআই চাইছেন না আইনজীবী

তৃণমূলের পুরুলিয়া জেলা  সভাপতি তথা রাজ্যের মন্ত্রী শান্তিরাম মাহাতো এ নিয়ে বলেন, ‘‘বিজেপি  ও আইনজীবীর বক্তব্যে স্পষ্ট— দু’টো মত আলাদা। বিজেপি এটা নিয়ে রাজনীতি করছে।’’ যদিও ত্রিলোচনের দাদা বিবেকানন্দ মাহাতো বুধবার সন্ধ্যায় দাবি করেন, ‘‘সিআইডি-র উপরে বিন্দুমাত্র ভরসা নেই। আমরা সিবিআই তদন্তই চাই।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা ও পুরুলিয়া শেষ আপডেট: ২৮ জুন ২০১৮ ০৫:০১
Share:

পঞ্চায়েত ভোটের সময় পুরুলিয়ার বলরামপুরে দলের কর্মীদের অস্বাভাবিক মৃত্যুর সিবিআই-তদন্ত চেয়ে বিজেপি নেতৃত্ব সরব হয়েছেন। এ নিয়ে আজ, বৃহস্পতিবার পুরুলিয়ায় সভা করতে যাওয়ার কথা বিজেপি সভাপতি অমিত শাহের। কিন্তু তার ২৪ ঘণ্টা আগে, মৃত বিজেপি কর্মী ত্রিলোচন মাহাতোর পরিবারের তরফে আইনজীবী বুধবার কলকাতা হাইকোর্টে জানান, সিআইডি-তদন্তের অগ্রগতি না দেখে তাঁরা সিবিআই তদন্তের দাবিটি আদালতের নজরে আনতে চান না।

Advertisement

তৃণমূলের পুরুলিয়া জেলা সভাপতি তথা রাজ্যের মন্ত্রী শান্তিরাম মাহাতো এ নিয়ে বলেন, ‘‘বিজেপি ও আইনজীবীর বক্তব্যে স্পষ্ট— দু’টো মত আলাদা। বিজেপি এটা নিয়ে রাজনীতি করছে।’’ যদিও ত্রিলোচনের দাদা বিবেকানন্দ মাহাতো বুধবার সন্ধ্যায় দাবি করেন, ‘‘সিআইডি-র উপরে বিন্দুমাত্র ভরসা নেই। আমরা সিবিআই তদন্তই চাই।’’ বিজেপির পুরুলিয়া জেলা সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তীরও স্পষ্ট বক্তব্য, ‘‘সিবিআই তদন্ত চাই। কোনও আইনজীবী অন্য কিছু বললে, তা তাঁর ব্যক্তিগত মত।’’

পুরুলিয়ার বলরামপুরে গত ৩০ মে গাছ থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় সুপুরডি গ্রামের বিজেপি কর্মী ত্রিলোচন মাহাতোর দেহ। তাঁর পিঠে আটকানো পোস্টারে লেখা ছিল, ‘১৮ বছরের নীচে বিজেপি করা, এ বার বোঝ।’’ দিন তিনেক পরে বলরামপুরের ডাভা গ্রামের দুলাল কুমার নামে আর এক বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার হয় বিদ্যুতের হাইটেনশন তারের টাওয়ার থেকে। পঞ্চায়েত ভোটের আগে অস্বাভাবিক মৃত্যু হয় ওই এলাকার বিজেপি কর্মী জগন্নাথ টুডুর।

Advertisement

আরও পড়ুন: সমঝোতা ভুলে যান, সরাসরি সঙ্ঘাত তৃণমূলের সঙ্গেই, দলকে স্পষ্ট বার্তা অমিত শাহের

ছেলের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্ত চেয়ে কিছু দিন আগে কলকাতা হাইকোর্টে মামলা করেন ত্রিলোচনের বাবা হাড়িরাম মাহাতো। গত রবিবার সুপুরডি গ্রাম থেকে ওই খুনের ঘটনায় জড়িত অভিযোগে এক জনকে ধরেছে সিআইডি।

এ দিন মামলার শুনানি ছিল বিচারপতি তপোব্রত চক্রবর্তীর এজলাসে। হাড়িরামের আইনজীবী পার্থ সেনগুপ্ত জানান, সিআইডি-তদন্ত কতটা এগিয়েছে, তাঁরা আগে তা দখে নিতে চান। পরে সিবিআই-তদন্তের দাবির বিষয়টি আদালতের নজরে আনা হবে। সেই সঙ্গে এই মামলায় সিআইডি-কেও যুক্ত করা দরকার বলে আবেদন করেন তিনি। শুনানি দু’সপ্তাহ মুলতুবি রাখারও অনুরোধ জানান। এজলাসে রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল অভ্রতোষ মজুমদার জানান, (জুলাই মাসে) মামলার পরের শুনানিতে তিনি সিআইডি তদন্তের অগ্রগতির বিষয়ে কোর্টকে জানাবেন। বিচারপতি ত্রিলোচনের তরফের আইনজীবীকে নির্দেশ দিয়েছেন, সিআইডি-র এডিজি-কে মামলায় যুক্ত করতে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন