Mamata Banerjee

‘প্রচেষ্টা’-চিঠি মুখ্যমন্ত্রীকে

সরকারি নির্দেশিকার আংশিক সংশোধন করে তিন মাসের জন্য শ্রমিকদের ন্যূনতম দু’হাজার টাকা করে সহায়তা দেওয়ার দাবিও জানিয়েছেন দুই বিরোধী নেতা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০২০ ০৪:২৭
Share:

ফাইল চিত্র।

লকডাউনের মধ্যে অসংগঠিত শ্রমিকদের জন্য ‘প্রচেষ্টা’ প্রকল্প চালু করায় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে তাতে আংশিক সংশোধনের আর্জি জানালেন বিরোধী দলনেতা আব্দুল মান্নান ও বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী। মুখ্যমন্ত্রীকে শনিবার চিঠি পাঠিয়ে তাঁরা বলেছেন, এখন মহকুমাশাসক, বিডিও বা অন্য সরকারি দফতরে ব্যক্তিগত ভাবে নাম লেখাতে গেলে দূরত্বের নীতি লঙ্ঘিত হতে পারে। এই সমস্যা এড়াতে অন্য আরও প্রকল্পের মতো ‘প্রচেষ্টা’র সুবিধাও অ্যাপ-মারফত অনলাইন করা হোক এবং সামাজিক সুরক্ষা-সহ কিছু যোজনার আওতায় থাকা শ্রমিকদেরও এই প্রকল্পের সুবিধা দেওয়া হোক। সরকারি নির্দেশিকার আংশিক সংশোধন করে তিন মাসের জন্য শ্রমিকদের ন্যূনতম দু’হাজার টাকা করে সহায়তা দেওয়ার দাবিও জানিয়েছেন দুই বিরোধী নেতা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement