CPM

বিক্ষোভ-মামলায়  ৯ বছর পরে মুক্ত বিমান, সূর্যকান্তেরা

আদালত সূত্রের খবর, ২০১৫ সালে বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে হেয়ার স্ট্রিট থানা এলাকায় সিইএসসি-র সদর দফতর ভিক্টোরিয়া হাউজ়ের কাছে বিক্ষোভ কর্মসূচি ছিল বামেদের।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ অগস্ট ২০২৪ ০৮:৪৬
Share:

বিমান বসু এবং সূর্যকান্ত মিশ্র। —ফাইল ছবি।

বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বামেদের বিক্ষোভ কর্মসূচি ঘিরে অবৈধ জমায়েতের অভিযোগ উঠেছিল। সেই মামলায় ৯ বছর পরে সিপিএম নেতা বিমান বসু, সূর্যকান্ত মিশ্র, নিরঞ্জন চট্টোপাধ্যায় এবং সিপিআই নেতা মঞ্জুকুমার মজুমদারকে বেকসুর খালাস করল ব্যাঙ্কশাল আদালত। বিচারক কৌস্তুভ মুখোপাধ্যায় বুধবার এই নির্দেশ দিয়েছেন। যার প্রেক্ষিতে বিমানবাবুর বক্তব্য, ‘‘এটা কোনও গভীর ষড়যন্ত্রমূলক অপরাধের মামলা নয়। সেই ২০১৫ সালে একটা বিক্ষোভ-সভায় গিয়েছিলাম বলে অতি সাধারণ মামলা। যেটা ৬ মাসে নিষ্পত্তি হয়ে যাওয়া স্বাভাবিক ছিল, ৯ বছর লেগে গেল! পুরো নয়-ছয় করা যাকে বলে!’’

Advertisement

আদালত সূত্রের খবর, ২০১৫ সালে বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে হেয়ার স্ট্রিট থানা এলাকায় সিইএসসি-র সদর দফতর ভিক্টোরিয়া হাউজ়ের কাছে বিক্ষোভ কর্মসূচি ছিল বামেদের। সেই বিক্ষোভের জেরে বিমান, সূর্যকান্ত, নিরঞ্জন এবং মঞ্জুর বিরুদ্ধে অবৈধ জমায়েত, সাধারণ মানুষের যাতায়াতের পথে বাধা দানের মামলা করে পুলিশ। এই মামলায় আগেই চার বাম নেতা আদালতে আত্মসমর্পণ করে জামিন নিয়েছিলেন। তাঁদের আইনজীবী ইয়াসিন রহমান এ দিন বলেন, ‘‘বিরোধী দলের নেতাদের প্রতিবাদ-আন্দোলনের কণ্ঠরোধ করার জন্য সরকার তাঁদের মিথ্যা মামলায় হয়রানি করছে। তাই আদালতে বিচারে তাঁরা খালাস পেয়ে যাচ্ছেন।’’ এই মামলায় পুলিশ তদন্ত করে চার্জশিট দিতে দেরি করেছে বলেও দাবি করেন ইয়াসিন। আদালতে এ দিন হাজির ছিলেন চার বাম নেতাই। ইয়াসিন জানান, এই মামলার আর এক অভিযুক্ত সিপিএম তথা সিটু নেতা মহম্মদ নিজামুদ্দিন চার্জশিট পেশের আগেই প্রয়াত হয়েছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement