CPM Protest

শান্তি চেয়ে ফের মিছিল বামেদের

ধর্মতলার লেনিন মূর্তি থেকে শুরু হওয়া মিছিল আমেরিকান তথ্যকেন্দ্রের দিকে যাওয়ার আগে পার্ক স্ট্রিটের কাছে আটকে দেয় পুলিশ।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ জুন ২০২৫ ০৫:২০
Share:

কলকাতায় বাম দলগুলির ডাকে শান্তি মিছিল। —নিজস্ব চিত্র।

প্যালেস্টাইনে আমেরিকার সহযোগিতায় ইজ়রায়েলের বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগ তুলে এবং পশ্চিম এশিয়ায় যুদ্ধ বন্ধের দাবিকে সামনে রেখে সারা দেশের সঙ্গে মঙ্গলবার কলকাতাতেও মিছিল ও সমাবেশ করল সিপিএম, সিপিআই, সিপিআই (এম-এল) লিবারেশন, আরএসপি, ফরওয়ার্ড ব্লক।

কলকাতায় বাম দলগুলির ডাকে শান্তি মিছিল। —নিজস্ব চিত্র।

প্রতিটি জায়গা থেকেই আমেরিকার বিরুদ্ধে সাম্রাজ্যবাদী নীতি এবং ইজ়রায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ তুলেছে তারা। ধর্মতলার লেনিন মূর্তি থেকে শুরু হওয়া মিছিল আমেরিকান তথ্যকেন্দ্রের দিকে যাওয়ার আগে পার্ক স্ট্রিটের কাছে আটকে দেয় পুলিশ। সেখানেই বিক্ষোভ-সভায় বক্তৃতা করেছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, সিপিএমের মহম্মদ সেলিম, সিপিআইয়ের স্বপন বন্দ্যোপাধ্যায়, লিবারেশনের অতনু চক্রবর্তী, আরএসপি-র মনোজ ভট্টাচার্য প্রমুখ। ত্রিপুরার বিশালগড়ে এই কর্মসূচিতে বিজেপি হামলা চালিয়েছে বলে অভিযোগ সিপিএমের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন