বৃহস্পতিবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: ভিডিয়ো থেকে।
সংশোধিত ওয়াকফ আইন নিয়ে অশান্তির প্রসঙ্গে মুখ্যমন্ত্রী শান্তি বজায় রাখার আবেদন জানালেন আরও এক বার। তিনি বলেন, ‘‘হিন্দুরা শান্তিতে থাকুন। মুসলমানেরা শান্তিতে থাকুন। সব রাজ্যের সকলে শান্তিতে থাকুন। আইনে বিশ্বাস রাখুন। শান্তিপূর্ণ ভাবে আন্দোলন তো করাই যায়। আগে দেখুন আদালত কী বলছে।’’
শিক্ষকদের চাকরি থাকলেও শিক্ষাকর্মীদের চাকরি থাকছে না। মমতা বলেন, ‘‘আইনজীবীদের সঙ্গে কথা বলে তাঁদের পরামর্শ নিয়ে যা করার করতে হবে। তাড়াহুড়ো করা যাবে না। আইনের প্রতি, সরকারের প্রতি ভরসা রাখুন।’’
মমতা বলেন, ‘‘আমি বলেছিলাম, আমরা দেখব যাতে চাকরিহারাদের কোনও অসুবিধা না হয়। আমরা সময় পেয়েছি। ২০২৬ পর্যন্ত বিষয়টা যাবে না। আশা করি এ বছরের মধ্যেই সমাধান হয়ে যাবে। আশা করি আমরা ভুল করব না।’’
মমতা বলেন, ‘‘ডিসেম্বর পর্যন্ত আমাদের সময় দিয়েছে সুপ্রিম কোর্ট। আপাতত স্বস্তি পেয়েছি। শিক্ষকদের বেতনের ব্যাপারে আমরা চিন্তা করছিলাম, কী করে দেওয়া যায়। বিকল্প পথও বলে দিয়েছিলাম।’’
ঝাড়গ্রাম -পশ্চিম মেদিনীপুরে সৌরবিদ্যুৎকেন্দ্রের উদ্বোধন করা হবে।
২১ এপ্রিল শালবনিতে জিন্দলদের বিদ্যুৎকেন্দ্রের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘‘বিদ্যুৎকেন্দ্রে জোর দেওয়া হচ্ছে। ২১ এপ্রিল আমি যাব শালবনিতে। ওখানে জিন্দলরা থাকবেন। মুখ্যসচিব মনোজ পন্থ যাবেন। আমরা বিদ্যুৎকেন্দ্রের শিলান্যাস করব। কাজ শুরু হয়ে যাবে।’’