Higher Secondary Examination Results 2025

উচ্চ মাধ্যমিকে প্রথম বর্ধমানের রূপায়ণ! প্রথম দশে কলকাতার তিন, শহরের কোন কোন স্কুল মেধাতালিকায়?

উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ করল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। পরীক্ষা শেষের ৫০ দিনের মাথায় ফল প্রকাশ করা হল। এ বছরই বার্ষিক ব্যবস্থায় শেষ উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ মে ২০২৫ ১২:৪৩
Share:

উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশ করছে শিক্ষা সংসদ। —ফাইল চিত্র।

না-জানলেই নয়
শেষ আপডেট: ০৭ মে ২০২৫ ১৩:৪১ key status

মেধাতালিকায় কলকাতার চার জন

উচ্চ মাধ্যমিকের মেধাতালিকায় প্রথম দশে রয়েছে ৭২ জন। তাদের মধ্যে কলকাতার স্কুল থেকে চার জন রয়েছে। পাঠভবন স্কুলের তথাগত রায় অষ্টম স্থান অধিকার করেছে। তার প্রাপ্ত নম্বর ৪৯০। পর্ণশ্রীর বেহালা হাই স্কুলের অঙ্কিত চক্রবর্তীও অষ্টম স্থানে রয়েছে, পেয়েছে ৪৯০। টাকি হাউস মাল্টিপারপাস স্কুল ফর বয়েজ়ের সৌনক বন্দ্যোপাধ্যায় এবং বেথুন কলেজিয়েট স্কুলের সৃজিতা দত্ত নবম স্থানে রয়েছে। তাদের প্রাপ্ত নম্বর ৪৮৯। 

উচ্চমাধ্যমিকের সম্পূর্ণ মেধাতালিকা দেখা যাবে এই লিঙ্কে

শেষ আপডেট: ০৭ মে ২০২৫ ১৩:১৭ key status

প্রথম দশে হুগলির ১৪!

উচ্চ মাধ্যমিকের প্রথম দশে এ বছর হুগলি থেকে সবচেয়ে বেশি পড়ুয়া। আছে ১৪ জন। কলকাতার চার জন প্রথম দশে রয়েছে।

Advertisement
শেষ আপডেট: ০৭ মে ২০২৫ ১৩:১৬ key status

তৃতীয়, চতুর্থ কে কে

উচ্চ মাধ্যমিকে এ বছর তৃতীয় হয়েছে আরামবাগের রাজর্ষি অধিকারী,  সে পেয়েছে ৪৯৫। বাঁকুড়ার সৃজিতা ঘোষাল চতুর্থ হয়েছে, তার প্রাপ্ত নম্বর ৪৯৪।

শেষ আপডেট: ০৭ মে ২০২৫ ১৩:১৫ key status

দ্বিতীয় কোচবিহারের তুষার

দ্বিতীয় হয়েছে তুষার দেবনাথ। সে কোচবিহারের বাসিন্দা। তার প্রাপ্ত নম্বর ৪৯৬।

Advertising
Advertising
শেষ আপডেট: ০৭ মে ২০২৫ ১৩:১৪ key status

প্রথম বর্ধমানের রূপায়ণ

উচ্চ মাধ্যমিকে প্রথম হয়েছে পূর্ব বর্ধমানের রূপায়ণ পাল। সে পেয়েছে ৪৯৭, শতাংশের হিসাবে ৯৯.৪।

শেষ আপডেট: ০৭ মে ২০২৫ ১৩:১১ key status

গত ১০ বছরে সেরা ফলাফল: সংসদ

সংসদ জানিয়েছে, কোভিডের সময়ের তিন বছর বাদ দিলে গত ১০ বছরে সেরা ফলাফল হয়েছে এ বছর।

শেষ আপডেট: ০৭ মে ২০২৫ ১৩:০৮ key status

অকৃতকার্যদের সুযোগ

শিক্ষা সংসদ জানিয়েছে, যারা অকৃতকার্য, তারা চাইলে নতুন সেমেস্টার ব্যবস্থায় চলে আসতে পারবে। বুধবার থেকেই সেই ব্যবস্থা চালু হয়ে যাবে।

শেষ আপডেট: ০৭ মে ২০২৫ ১৩:০৪ key status

কোন বিভাগে কত পাশ

উচ্চ মাধ্যমিকের বিজ্ঞান বিভাগে পাশের হার ৯৯.৪৬ শতাংশ। বাণিজ্য বিভাগে ৯৭.৫২ শতাংশ। কলা বিভাগে ৮৮.২৫ শতাংশ।

শেষ আপডেট: ০৭ মে ২০২৫ ১৩:০১ key status

পাশের হারে এগিয়ে ছেলেরা

উচ্চ মাধ্যমিকে সার্বিক ভাবে পাশের হারে এগিয়ে ছাত্রেরা। তাদের পাশের হার ৯২ শতাংশের বেশি। মেয়েদের মধ্যে পাশের হার ৮৮ শতাংশের কিছু বেশি। গত বছরের তুলনায় এ বছর পাশের হার বেড়েছে। গত বছর উচ্চ মাধ্যমিকে পাশের হার ছিল ৯০ শতাংশ।

শেষ আপডেট: ০৭ মে ২০২৫ ১২:৫৯ key status

শীর্ষে পূর্ব মেদিনীপুর

উচ্চ মাধ্যমিকে এ বছর পাশের হার ৯০.৭৯ শতাংশ। শীর্ষে পূর্ব মেদিনীপুর। পাশের হারে দ্বিতীয় উত্তর ২৪ পরগনা এবং তৃতীয় কলকাতা।

শেষ আপডেট: ০৭ মে ২০২৫ ১২:৫০ key status

চার লক্ষের বেশি পরীক্ষার্থী

সংসদের তরফে সাংবাদিক বৈঠক করছেন সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। তিনি জানিয়েছেন, এ বারের উচ্চ মাধ্যমিকে পরীক্ষার্থীর সংখ্যা ৪,৭৩,৯১৯ জন। এ বছর প্রথম বার মেটাল ডিটেক্টর ব্যবহার করা হয়েছে। কোথাও প্রশ্ন ফাঁস হয়নি। প্রশ্নপত্র নিয়েও অভিযোগ আসেনি। মোবাইল নিয়ে ধরা পড়েছিলেন কয়েক জন, তাঁদের পরীক্ষা বাতিল করা হয়েছে।

শেষ আপডেট: ০৭ মে ২০২৫ ১২:৪৬ key status

ওয়েবসাইটে রেজ়াল্ট দুপুরে

পরীক্ষার্থীরা বুধবার দুপুর ২টো থেকে নির্ধারিত ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপের মাধ্যমে রেজ়াল্ট দেখতে পারবেন। শিক্ষা সংসদের ওয়েবসাইট ‘রেজ়াল্ট ডট ডব্লিউবি ডট জিওভি ডট ইন’ (www.result.wb.gov.in), ‘রেজ়াল্ট ডট ডিজিলকার ডট জিওভি ডট ইন’ (www.result.digilocker.gov.in)-এ ফলাফল দেখা যাবে। পাশাপাশি, ‘WBCHSE Results’ অ্যাপের মাধ্যমেও ফলাফল দেখা যাবে।

শেষ আপডেট: ০৭ মে ২০২৫ ১২:৪৫ key status

বার্ষিক ব্যবস্থায় শেষ উচ্চ মাধ্যমিক

বার্ষিক ব্যবস্থায় শেষ উচ্চ মাধ্যমিক পরীক্ষা হল এ বছরই। আগামী বছর থেকে সেমেস্টার ব্যবস্থা চালু হবে উচ্চ মাধ্যমিকে। 

শেষ আপডেট: ০৭ মে ২০২৫ ১২:৪৩ key status

উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশ

উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশ করছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। ৩ মার্চ থেকে ১৮ মার্চ পর্যন্ত পরীক্ষা হয়েছে। পরীক্ষা শেষের ৫০ দিনের মাথায় ফলপ্রকাশ হচ্ছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও পড়ুন
Advertisement