Advertisement
E-Paper

উচ্চ মাধ্যমিকে সেরা দশের তালিকায় কারা? রইল সম্পূর্ণ মেধাতালিকা

মেধাতালিকায় মোট ৭২ জন কৃতী রয়েছেন, হুগলি থেকেই ১৪ জন। রইল সবিস্তার মেধাতালিকা।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ মে ২০২৫ ১৩:১৭
HS Results 2025.

প্রতীকী চিত্র।

৭ মে বুধবার প্রকাশিত হল ২০২৫-এর​ উচ্চ মাধ্যমিক ফলাফল। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে ৫০ দিনের মাথায় ফল প্রকাশ করা হল। সংসদ সভাপতি বলেন, ‘‘বিগত কয়েক বছরের তুলনায় এ বছরের ফলাফল সব থেকে ভাল হয়েছে।’’

এ বছর ‘রেগুলার ভিত্তিতে’ পরীক্ষা দিয়েছেন ৪ লক্ষ ৭৩ হাজার ৯১৯ জন। উত্তীর্ণ হয়েছেন ৪ লক্ষ ৩০ হাজার ২৮৬ জন। ২০২৪-এ পাশের হার ছিল ৯০ শতাংশ, এ বার তা বেড়ে হয়েছে ৯০.৭৯ শতাংশ। ছাত্রদের পাশের হার ৯২.৩ শতাংশ, ছাত্রীদের পাশের হার ৮৮.১৩ শতাংশ। মেধাতালিকায় মোট ৭২ জন কৃতী রয়েছেন, হুগলি থেকেই ১৪ জন। রইল সবিস্তার মেধাতালিকা।

প্রথম: রূপায়ণ পাল। বর্ধমান সিএমএস হাই স্কুল, পূর্ব বর্ধমান। প্রাপ্ত নম্বর: ৪৯৭ (৯৯.৪ শতাংশ)।

দ্বিতীয়: তুষার দেবনাথ। বক্সিরহাট হাই স্কুল, কোচবিহার। প্রাপ্ত নম্বর: ৪৯৬ (৯৯.২ শতাংশ)।

তৃতীয়: রাজর্ষি অধিকারী। আরামবাগ হাই স্কুল, হুগলি। প্রাপ্ত নম্বর: ৪৯৫ (৯৯ শতাংশ)।

চতুর্থ: সৃজিতা ঘোষাল। সোনামুখী গার্লস হাই স্কুল, বাঁকুড়া। প্রাপ্ত নম্বর: ৪৯৪ (৯৮.৮ শতাংশ)।

পঞ্চম হয়েছেন ৬ জন। প্রাপ্ত নম্বর: ৪৯৩ (৯৮.৬ শতাংশ)।

  • ঐশিকী দাস, মনীন্দ্র নাথ হাই স্কুল, কোচবিহার।
  • প্রান্তিক গঙ্গোপাধ্যায়, আরামবাগ হাই স্কুল, হুগলি।
  • তন্ময় পতি, সোনারপুর বিদ্যাপীঠ হাই স্কুল, দক্ষিণ ২৪ পরগনা।
  • বীরেশ ঘোষ, রামকৃষ্ণ মিশন বিদ্যাভবন, পশ্চিম মেদিনীপুর।
  • ঋদ্ধিত পাল, কাটোয়া কাশীরাম দাস ইনস্টিটিউশন, পূর্ব বর্ধমান।
  • কুন্তল চৌধুরী, ভাতার এম পি হাই স্কুল, পূর্ব বর্ধমান।

ষষ্ঠ স্থানে রয়েছেন ৮ জন। প্রাপ্ত নম্বর ৪৯২ (৯৮.৪ শতাংশ)।

  • রৌনক গড়াই, শ্রী অরবিন্দ বিদ্যামন্দির, হুগলি।
  • আরাফাত হোসেন, মুক্তারপুর হাই স্কুল, হুগলি।
  • চয়ন দাস কবিরাজ, সাইঁথিয়া টাউন হাই স্কুল, বীরভূম।
  • জয়দীপ পাল, মেমারি ভি.এম ইনস্টিটিউশন, পূর্ব বর্ধমান।
  • পরন্তপ মুখোপাধ্যায়, নব নালন্দা শান্তিনিকেতন এইচ এস স্কুল, বীরভূম।
  • দেবদত্তা মাঝি, কাটোয়া ডি ডি সি গার্লস হাই স্কুল, পূর্ব বর্ধমান।
  • রূপাঞ্জন সরকার, রামকৃষ্ণ মিশন বয়েজ হোম হাই স্কুল, উত্তর ২৪ পরগনা।
  • অয়ন কুন্ডু, বাঁকুড়া বঙ্গ বিদ্যালয়, বাঁকুড়া।

সপ্তম স্থানে রয়েছেন ১১ জন। প্রাপ্ত নম্বর: ৪৯১ (৯৮.২ শতাংশ)।

  • অনুস্কা শর্মা, আলিপুরদুয়ার নিউ টাউন গার্লস হাই স্কুল, আলিপুরদুয়ার।
  • সৈয়দ মহ. তামজিদ, রহিমপুর নবগ্রাম হাই স্কুল, হুগলি।
  • অঙ্কন নন্দী, গোঘাট হাই স্কুল, হুগলি।
  • তন্ময় হালদার, চাতরা নন্দলাল ইনস্টিটিউটশন, হুগলি।
  • শিল্পা গোস্বামী, ভেদুয়াশোল হাই স্কুল, বাঁকুড়া।
  • শুভম পাল, বর্ধমান মিউনিসিপ্যাল হাই স্কুল, পূর্ব বর্ধমান।
  • প্রিয়াঙ্কা বর্মন, নগর ডাকালিগঞ্জ হাই স্কুল, কোচবিহার।
  • জয়িতসি ঘোষ, এগরা ঝাটুলাল হাই স্কুল (এইচ এস), পূর্ব মেদিনীপুর।
  • বর্ণিতা হাজরা, এগরা স্বর্ণময়ী গার্লস হাই স্কল, পূর্ব মেদিনীপুর।
  • মহ. সাজিদ হুসেন, হাওড়া হাই স্কুল (এইচ এস), হাওড়া।
  • কোয়েল গোস্বামী, কচুয়া বোয়ালমারি হাই স্কুল, জলপাইগুড়ি।

অষ্টম স্থানে রয়েছেন ১৬ জন। প্রাপ্ত নম্বর ৪৯০ (৯৮ শতাংশ)

  • জ্যোর্তিময় দত্ত, ফালাকাটা হাই স্কুল, আলিপুরদুয়ার।
  • তথাগত রায়, পাঠ ভবন, কলকাতা।
  • রাজদীপ শাসমল, কামারপুকুর রামকৃষ্ণ মিশন মাল্টিপারপাস স্কুল, হুগলি।
  • অভ্রদীপ বেরা, মাহেশ শ্রী রামকৃষ্ণ আশ্রম বিদ্যালয় (এইচ এস), হুগলি।
  • ঋতম মান্না, বাঁকুড়া জিলা স্কুল, বাঁকুড়া।
  • দেবজিৎ রায়, বাঁকুড়া বঙ্গ বিদ্যালয়, বাঁকুড়া।
  • অনুভব মণ্ডল, নব নালন্দা শান্তিনিকেতন এইচ এস স্কুল, বীরভূম।
  • লীনা দাস, মনীন্দ্র নাথ হাই স্কুল, কোচবিহার।
  • তিস্তা বেরা, রঘুনাথবাড়ি রাম তারক হাই স্কুল, পূর্ব মেদিনীপুর।
  • নবমিতা কর্মকার, উদয়পুর হরদয়াল নাগ আদর্শ বিদ্যালয়, উত্তর ২৪ পরগনা।
  • অদ্রিজ গুপ্ত, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়, দক্ষিণ ২৪ পরগনা।
  • ওম কুন্ডু, সারদা বিদ্যাপীঠ, দক্ষিণ ২৪ পরগনা।
  • কৃষ্টি সরকার, মনীন্দ্র নাথ হাই স্কুল, কোচবিহার।
  • রফিদ রানা লস্কর, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়, দক্ষিণ ২৪ পরগনা।
  • অঙ্কিত চক্রবর্তী, বেহালা হাই স্কুল, দক্ষিণ ২৪ পরগনা।
  • শ্রেষ্ঠা মুখোপাধ্যায়, শ্রী রামকৃষ্ণ শিশু তীর্থ হাই স্কুল, হুগলি।

নবম স্থানে রয়েছেন ১৭ জন। প্রাপ্ত নম্বর ৪৮৯ (৯৭.৮ শতাংশ)।

  • সৌরভ বেরা, শ্রী রামকৃষ্ণ শিশু তীর্থ হাই স্কুল, হুগলি।
  • বিপ্রদীপ জানা, কিশোরনগর শচীন্দ্র শিক্ষা সদন, পূর্ব মেদিনীপুর।
  • সৌম্য সুন্দর রায়, মেদিনীপুর কলেজিয়েট স্কুল, পশ্চিম মেদিনীপুর।
  • অঙ্কুর ঘোষ, নিমতলা হাই স্কুল, মুর্শিদাবাদ।
  • জিষ্ণু ঘোষ, মাহেশ শ্রী রামকৃষ্ণ আশ্রম বিদ্যালয় (এইচ এস), হুগলি।
  • নজ়ফর রহমান, রামপুরহাট জিতেন্দ্রলাল বিদ্যাভবন, বীরভূম।
  • সায়ক বিশ্বাস, চাকদহ রামলাল অ্যাকাডেমি, নদিয়া।
  • সত্যম বণিক, কোচবিহার রামভোলা হাই স্কুল, কোচবিহার।
  • অদ্রিজা জানা, তাজপুর হাই স্কুল, পূর্ব মেদিনীপুর।
  • পবিত্র মণ্ডল, সুন্দরবন আদর্শ বিদ্যামন্দির, দক্ষিণ ২৪ পরগনা।
  • অর্ক মণ্ডল, বসিরহাট টাউন হাই স্কুল, উত্তর ২৪ পরগনা।
  • তনয় টিকাদার, অশোকনগর বয়েজ় সেকেন্ডারি স্কুল (এইচ এস), উত্তর ২৪ পরগনা।
  • অনীক বারুই, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়, দক্ষিণ ২৪ পরগনা।
  • অনীশ বারুই, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়, দক্ষিণ ২৪ পরগনা।
  • শৌনক বন্দ্যোপাধ্যায়, টাকি হাউস গভর্নমেন্ট স্পনসরড মাল্টিপারপাস স্কুল ফর বয়েজ়, কলকাতা।
  • সৃজিতা দত্ত, বেথুন কলেজিয়েট স্কুল, কলকাতা।
  • সপ্তর্ষি পাঁজা, আনুর হাই স্কুল, হুগলি।

দশম স্থানে জায়গা করে নিয়েছেন ১০ জন। প্রাপ্ত নম্বর ৪৮৮ (৯৭.৬ শতাংশ)

  • মৌসুমি পাল, মুরলীগঞ্জ হাই স্কুল (এইচ এস), দার্জিলিং।
  • কৌরব বর্মন, বলাপুর হাই স্কুল, দক্ষিণ দিনাজপুর।
  • সাগ্নিক পাত্র, মেদিনীপুর কলেজিয়েট স্কুল, পশ্চিম মেদিনীপুর।
  • শ্রীপর্ণা মণ্ডল, পানসুলি হাই স্কুল, পশ্চিম বর্ধমান।
  • অর্ক বন্দোপাধ্যায়, বর্ধমান মিউনিসিপ্যাল হাই স্কুল, পূর্ব বর্ধমান।
  • সর্বজিৎ সাহা, আরামবাগ হাই স্কুল, হুগলি।
  • অদ্রীশ সামন্ত, রামনগর নুট বিহারি পালচৌধুরী হাই স্কুল, হুগলি।
  • দীপ অধিকারী, বোলপুর নিচুপটি নিরোদ বরণী হাই স্কুল, বীরভূম।
  • মৌমিতা মণ্ডল, আড়াইডাঙা ডি বি এম অ্যাকাডেমি, মালদহ।
  • অভিষেক দাস, কান্দি রাজ হাই স্কুল, মুর্শিদাবাদ।

১৯৭৮ থেকে ২০২৫ পর্যন্ত পুরনো সিলেবাসে শেষ বারের মতো পরীক্ষাগ্রহণ করা হয়েছে। ২০২৬ সাল থেকে সিমেস্টার পদ্ধতিতে বছরে দু’বার করে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে। তৃতীয় সেমেস্টার শুরু হবে চলতি বছরের ৮ সেপ্টেম্বর , শেষ হবে ২২ সেপ্টেম্বর এবং চতুর্থ সেমেস্টার ২০২৬-এর ১২ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।

বিজ্ঞান বিভাগে পাশ করেছেন ৮৮ হাজার ২২ জন , পাশের হার ৯৯.৪৬ শতাংশ। বাণিজ্য বিভাগে ৩০ হাজার ৮৮৭ জন বিভাগে পাশ করেছেন, পাশের হার ৯৭.৫২ শতাংশ। কলা বিভাগে পাশ করেছেন ৩ লক্ষ ৬১ হাজার ১০ জন, পাশের হার ৮৮.২৫ শতাংশ।

২০২৪-এ মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৭ লক্ষ ৬৪ হাজার ৪৪৮ জন। তার মধ্যে ‘রেগুলার ভিত্তিতে’ মোট পরীক্ষার্থী ছিলেন ৭ লক্ষ ৫৫ হাজার ৩২৪ জন। মোট পরীক্ষার্থী উত্তীর্ণ হন ৬ লক্ষ ৭৯ হাজার ৭৮৪ জন। পাশের হার ছিল ৯০ শতাংশ।


HS Result 2025 WBCHSE RESULT
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy