ভোটের মুখেই জিম্মি তৃণমূলে

রবিবার সিউড়ি রবীন্দ্রসদনে তৃণমূলের বর্ধিত কমিটির সভামঞ্চে দলবদল করলেন সৈয়দ সিরাজ জিম্মি। ওঁর হাতে দলীয় পতাকা তুলে দেন জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডল। যোগদানের পরেই জিম্মি সভামঞ্চ থেকে বাম-কংগ্রেসের বোঝাপড়াকে কটাক্ষ করেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

সিউড়ি শেষ আপডেট: ১৮ মার্চ ২০১৯ ০৬:১৮
Share:

হাতে-হাত। অনুব্রত মণ্ডল ও সৈয়দ সিরাজ জিম্মি। রবিবার। নিজস্ব চিত্র

দল পাল্টেই পেয়ে গেলেন জোড়া ‘পুরস্কার’। জেলা কংগ্রেসের প্রাক্তন সভাপতি সৈয়দ সিরাজ জিম্মির নতুন পদ জেলা তৃণমূলের সহ সভাপতি এবং জেলা সংখ্যালঘু সেলের চেয়ারম্যান।

Advertisement

রবিবার সিউড়ি রবীন্দ্রসদনে তৃণমূলের বর্ধিত কমিটির সভামঞ্চে দলবদল করলেন সৈয়দ সিরাজ জিম্মি। ওঁর হাতে দলীয় পতাকা তুলে দেন জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডল। যোগদানের পরেই জিম্মি সভামঞ্চ থেকে বাম-কংগ্রেসের বোঝাপড়াকে কটাক্ষ করেন।

কংগ্রেসের প্রাক্তন বীরভূম জেলা সভাপতির কথায়, ‘‘লোকসভা ভোট এসেছে। চলছে আলোচনা, জোট হচ্ছে। আমি বলবো জোটের নামে ‘ঘোঁট’ হচ্ছে। একটি ডানপন্থী দল, অন্যটি বামপন্থী। দুটি আলাদা মেরু। ভোটের আগে জোট হচ্ছে, আর ভোট শেষ হলেই ঝগড়া লেগে যাচ্ছে।’’ তৃণমূলে কেন? জিম্মির উত্তর, ‘‘ভালবেসে কংগ্রেস করেছিলাম। এখন কংগ্রেস যে ভাবে হাঁটছে, সে ভাবে চলা যায় না। তাই চিন্তাভাবনা করেই এই সিদ্ধান্ত।’’

Advertisement

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

জেলার রাজনৈতিক মহলে অবশ্য কয়েক দিন ধরেই গুঞ্জন ছিল জিম্মি খুব শীঘ্র তৃণমূলে যোগ দিতে পারেন। মাসখানেক আগে জিম্মিকে জেলা সভাপতির পদ থেকে সরিয়ে সঞ্জয় অধিকারীকে জেলা সভাপতি করা হয়। সেই থেকে দল থেকে দূরে দূরে ছিলেন। দিন কয়েক আগে ওঁর দিদি কলকাতায় কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান করেন। এতে জিম্মির সঙ্গে তৃণমূলের যোগাযোগের রাস্তাটি বেশ খানিকটা মসৃন হয় বলে অনেকের মত। এর পরে রবিবার আনুষ্ঠানিক ভাবে তৃণমূলে যোগ দিলেন। এ প্রসঙ্গে কংগ্রেসের জেলা সভাপতি সঞ্জয় অধিকারীর জবাব, ‘‘উনি একাই তৃণমূলে যোগ দিয়েছেন। এতে দলের কোনও সমস্যা হবে না।’’

তৃণমূল সূত্রের মত, রামপুরহাট এলাকায় বেশ কিছু সংখ্যালঘু ভোট জিম্মির হাতে আছে। গত লোকসভা ভোটে তৃণমূলের শতাব্দী রায়ের বিরুদ্ধে কংগ্রেসের প্রার্থীও হয়েছিলেন। প্রায় দেড় লক্ষ ভোট পেয়েছিলেন। এ বারের ভোটে সেই সংখ্যা ধরে রাখা এবং তা বাড়ানোই চ্যালেঞ্জ কংগ্রেসের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন