দশরথের সঙ্গে প্রথম বার প্রচারে স্ত্রী চন্দ্রকলাও

স্বামীকেও সে ইচ্ছার কথা জানিয়েছিলেন। তাই এ বার শুরু থেকে স্বামীর জন্য প্রচারে ঝাপাতে চাইছেন চন্দ্রকলা তিরকে।

Advertisement

রাজু সাহা 

কুমারগ্রাম শেষ আপডেট: ১৭ মার্চ ২০১৯ ০৮:০৯
Share:

দশরথ তিরকের স্ত্রী চন্দ্রকলা। —নিজস্ব চিত্র।

স্বামী বিধানসভার ও লোকসভা ভোটে প্রার্থী হয়েছেন কয়েকবার। স্বামীর সঙ্গে প্রচারে সামিল হয়েছেন তাঁর অনুগামী থেকে শুরু করে দলের কর্মী সমর্থকেরা। কিন্তু ঘর সামলাতে সামলাতেই সময় কেটে গিয়েছিল স্ত্রীর। স্বামীর সঙ্গে একবারও ভোটের প্রচারে নামতে পারেননি তিনি। কিন্তু এ বার আগে থেকেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন সংসারের কাজ সামলেই প্রচারে নামবেন তিনি। স্বামীকেও সে ইচ্ছার কথা জানিয়েছিলেন। তাই এ বার শুরু থেকে স্বামীর জন্য প্রচারে ঝাপাতে চাইছেন চন্দ্রকলা তিরকে।

Advertisement

আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দশরথ তিরকের স্ত্রী চন্দ্রকলা। তিনি জানান, প্রচারে নামা নিয়ে তিনি রীতিমতো উৎসাহিত তিনি। চন্দ্রকলা বলেন, ‘‘প্রতি বারই ভোটের সময় ঘর সামলাতে সামলাতেই আমার দিন কেটে গিয়েছে। ইচ্ছে থাকলেও প্রচারে বের হতে পারিনি। কিন্তু এ বার আগে থেকেই প্রচারে নামার ইচ্ছা প্রকাশ করায় অনুমতি মিলে গিয়েছিল। তাই এ বার শুরু থেকেই প্রচারে নামতে চাই।’’ এখন কুমারগ্রাম চা বাগানের বাড়িতেই রয়েছেন চন্দ্রকলা। সেখানে থেকেই কয়েকদিন ধরে প্রচার চালাচ্ছেন তিনি। এরপর গোটা লোকসভা কেন্দ্র জুড়েই প্রচারে নামতে চান তিনি। কিন্তু সংসারের সমস্ত কাজ সামলে প্রচারের সময় কীভাবে দেবেন? চন্দ্রকলার জবাব, ‘‘সকাল সকালই রান্নার কাজ সেরে নেব। এরপর সারাদিন প্রচার চালিয়ে ফিরে এসে আবার রান্না করব। মোট কথা সংসারের সমস্ত কাজ সামলেই আমি প্রচার চালাতে চাই।’’

স্ত্রী চন্দ্রকলার এই পরিকল্পনার কথা জেনে দশরথও খুশি। তিনি বলেন, ‘‘আমার স্ত্রী যে এ বার আমার সঙ্গে প্রচারে নামতে চান সে কথা কয়েক মাস আগেই জানিয়েছিলেন। এটা খুবই ভাল। ভোটের সময় সংসারের সমস্ত কাজ ওঁকে একাই সামলাতে হয়। চন্দ্রকলা ব্যস্ত থাকে। এ বার যেহেতু ও প্রচারে নামতে চাইছে, আমি না করিনি। ওকে সঙ্গে নিয়েই এ বার প্রচার চালাব।’’ তিনি জানান, চন্দ্রকলা আলাদাভাবেও বিভিন্ন জায়গায় প্রচারের কাজ করতে চেয়েছেন। দলের মহিলা নেত্রীদের সঙ্গে তিনি প্রচার চালাবেন বলে জানান দশরথ।
প্রার্থী দশরথের স্ত্রীর এই ইচ্ছেকে তৃণমূলের নেতারাও সম্মান জানাতে চাইছেন। তৃণমূলের কুমারগ্রাম ব্লক সভাপতি দুলাল দে বলেন, ‘‘এটা তো আনন্দের কথা। বৌদি এ বার দাদার সঙ্গে প্রচারে নামবেন, এটা জেনে আমাদেরও খুব ভাল লাগছে। বৌদিকে এর আগে ভোটের প্রচারে তেমনভাবে পাইনি। এ বার পাব জেনে সবাই খুশি।’’ মহিলা তৃণমূলনেত্রী শুক্লা ঘোষ বলেন, ‘‘এটা তো খুবই আনন্দের কথা। চন্দ্রকলা আমাদের সঙ্গে ভোটের প্রচারে নামবেন জেনে খুবই ভাল লাগছে। ওঁকে স্বাগত জানাচ্ছি।’’

Advertisement

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন