প্রকল্প চালু রাখতে নবান্ন অনুমতি চাইল কমিশনের 

চলতি মরশুমে ১০ লক্ষ টন আলু কেনার লক্ষ্যমাত্রা স্থির হয়েছে। এখনও পর্যন্ত কেনা হয়েছে মাত্র ১৯৪ টন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ মার্চ ২০১৯ ০৩:৩৬
Share:

—ফাইল চিত্র।

রাজ্য সরকারের যে সব প্রকল্পে এখনও উপভোক্তা বাছাই চলছে, সেগুলি চালু রাখার জন্য নির্বাচন কমিশনের অনুমতি চাইল নবান্ন। অনুমোদন পেলে ভোট প্রক্রিয়ার মধ্যেও ‘কৃষক-বন্ধু’, ‘সমব্যথী’, ‘রূপশ্রী’ প্রকল্প এবং আলু কেনার প্রক্রিয়া চালিয়ে যাবে রাজ্য সরকার।

Advertisement

নবান্ন সূত্রের খবর, চলতি মরশুমে ১০ লক্ষ টন আলু কেনার লক্ষ্যমাত্রা স্থির হয়েছে। এখনও পর্যন্ত কেনা হয়েছে মাত্র ১৯৪ টন। রাজ্য চায়, যে ভাবে কেন্দ্রীয় সরকারের অর্থ সাহায্যে ধান কেনার কাজ চলছে, সে ভাবে আলু কেনার কাজও ভোটের সময় চালু থাকুক। কিন্তু সমস্যা হল, নতুন নতুন আলু চাষিদের কাছ থেকে আলু কেনার কথা। সে ক্ষেত্রে প্রতিদিনই নতুন উপভোক্তা সরকারের থেকে অর্থ সাহায্য পাবেন। এতে নির্বাচনী বিধি ভঙ্গ হবে কি না, তা জানতে চেয়েছে মুখ্যসচিবের নেতৃত্বাধীন স্ক্রিনিং কমিটি।

‘সমব্যথী’ প্রকল্পে মৃতদেহ সৎকারের জন্য সরকার আড়াই হাজার টাকা অনুদান দেয় এবং ‘রূপশ্রী’ প্রকল্পে ১৮ বছরের বেশি বয়সী মেয়েদের বিয়ের সময় ২৫ হাজার টাকা দেওয়া হয়। সরকারের যুক্তি, কারও মৃত্যু বা বিয়ে তো কারও ইচ্ছার উপর নির্ভর করে না। ফলে নতুন উপভোক্তা তৈরি হবেই। এই অবস্থায় ভোট চলাকালীন কারও মৃত্যু বা বিয়ে হলে সরকার কী করবে, তা কমিশনের কাছে জানতে চেয়েছে নবান্ন।

Advertisement

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

‘কৃষক বন্ধু’ প্রকল্পে নতুন উপভোক্তা নির্বাচন করার আগে কমিশনের অনুমতি চাওয়া হয়েছে। নবান্নের এক কর্তা জানান, ‘কৃষক বন্ধু’ প্রকল্পে একর পিছু ৫০০০ টাকা পাওয়ার কথা চাষিদের। সেই তালিকা তৈরির কাজ চলছে। প্রতিদিনই নতুন আবেদন জমা পড়ছে। কমিশন অনুমতি দিলে টাকা দেওয়া হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement