State News

ফের আতরের গন্ধ! ভোট ঘরে তুলতে তৃণমূলের দাওয়াই এ বার মথুরাপুরে

মারধর, শাসানি, বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের হুমকি। ভোটবাক্সের ফসল নিজেদের ঘরে তুলতে এমনতর দাওয়াইয়ের অভিযোগ আগেই উঠেছিল শাসক দল তৃণমূলের বিরুদ্ধে। চলতি লোকসভা নির্বাচনে এর সঙ্গে যোগ হয়েছে আতর-দাওয়াই।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ মে ২০১৯ ১২:৫৪
Share:

ভোটারেরা বোতাম টিপলেই তাঁর আঙুলে থেকে যাচ্ছে আতরের গন্ধ। গ্রাফিক: তিয়াসা দাস।

চতুর্থ দফার পর শেষ দফাতেও ফের আতরের গন্ধ ইভিএমের বোতামে! চতুর্থ দফায় বীরভূম লোকসভা কেন্দ্রের পর এ বার ঘটনাস্থল মথুরাপুর।

Advertisement

মারধর, শাসানি, বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের হুমকি। ভোটবাক্সের ফসল নিজেদের ঘরে তুলতে এমনতর দাওয়াইয়ের অভিযোগ আগেই উঠেছিল শাসক দল তৃণমূলের বিরুদ্ধে। চলতি লোকসভা নির্বাচনে এর সঙ্গে যোগ হয়েছে আতর-দাওয়াই। অভিযোগ, ভোট নিশ্চিত করতেই এ বার এমন অভিনব কৌশল নিয়েছে তৃণমূল। আতরের গন্ধ শুঁকেই তৃণমূলের কর্মী-সমর্থকেরা জেনে যাচ্ছেন, ভোটাররা তাদের দলকে ভোট দিয়েছেন কি না! যদিও এ অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব।

রবিবার শেষ দফার ভোটে মথুরাপুর লোকসভা কেন্দ্রে আতর-দাওয়াই প্রয়োগের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। এ বারের ঘটনাস্থল ওই কেন্দ্রের দক্ষিণ ২৪ পরগনার উস্থি থানা এলাকার ৭ নম্বর বুথ। অভিযোগ, রাজরামপুর অঞ্চলের মগরাহাট পশ্চিম বিধানসভার ওই বুথ থেকে যাঁরাই ভোট দিয়ে বার হচ্ছেন, তাঁদের আঙুল শুঁকে দেখছেন স্থানীয় তৃণমূল কর্মী-সমর্থকেরা।

Advertisement

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

আরও পড়ুন: লাইভ: জোর করে আঙুলে কালি, হাতে টাকা, অভিযুক্ত বিজেপি​

কেন? স্থানীয়দের দাবি, ওই বুথের ইভিএমে যে বোতামের পাশে তৃণমূলের প্রতীক রয়েছে, সেই বোতামে আগে থেকেই আতর লাগিয়ে রেখেছিলেন তাঁরা। ভোটারেরা ওই বোতাম টিপলেই তাঁর আঙুলে থেকে যাচ্ছে আতরের গন্ধ। বুথের বাইরে বার হলেই প্রত্যেক ভোটারের আঙুল শুঁকে দেখছেন শাসক দলের কর্মী-সমর্থকেরা। তাতেই ধরা পড়ছে, কোন ভোটার তৃণমূলকে ভোট দিয়েছেন! আরও অভিযোগ, শাসক দলের ভয়েই এ নিয়ে কেউ মুখ খুলতে পারছেন না। তবে এ সব অভিযোগ স্বীকার করতে রাজি নন শাসক দলের স্থানীয় নেতা-কর্মীরা।

আরও পড়ুন: আজও ভোটবিধি ভঙ্গ করছেন প্রধানমন্ত্রী, অবিলম্বে ব্যবস্থা নিন, কমিশনকে চিঠি তৃণমূলের

এর আগে চতুর্থ দফার ভোটেও এমন অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে। বীরভূম লোকসভা কেন্দ্রের মঙ্গলকোটের মাজিগ্রামের ভোটারদের একই অভিজ্ঞতা হয়েছিল। অভিযোগ উঠেছিল, ওই কেন্দ্রের বকুলিয়া গ্রামের ১৩২ নম্বর বুথের ইভিএমে তৃণমূলের প্রতীকের পাশের বোতামে আগে থেকেই লাগিয়ে রাখা হয়েছিল আতর। সে সময়ও গন্ধ শুঁকেই শাসক দল জেনে গিয়েছিল, তাদের পক্ষে ভোট পড়েছে কি না!

(পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার খবর এবং বাংলার বিভিন্ন প্রান্ত থেকেবাংলায় খবরপেতে চোখ রাখুন আমাদেররাজ্যবিভাগে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement