Kalyani Gangrape case

কল্যাণী গণধর্ষণকাণ্ডে দোষী সাব্যস্ত সাত জন, ২০ বছরের কারাবাসের নির্দেশ দিল নিম্ন আদালত

নদিয়ার কল্যাণীতে গণধর্ষণের ঘটনায় শুক্রবার সাজা ঘোষণা করল আদালত। কল্যাণীর আদালত সাত জনকে দোষী সাব্যস্ত করে তাঁদের ২০ বছরের কারাবাসের নির্দেশ দিয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ অগস্ট ২০২৫ ২১:০৯
Share:

—প্রতীকী চিত্র।

নদিয়ার কল্যাণীতে গণধর্ষণের ঘটনায় শুক্রবার সাজা ঘোষণা করল আদালত। কল্যাণীর আদালত সাত জনকে দোষী সাব্যস্ত করে তাঁদের ২০ বছরের কারাবাসের নির্দেশ দিয়েছে। পাশাপাশি, ৫০ হাজার টাকা করে জরিমানা। তথ্যপ্রমাণ পর্যাপ্ত না-থাকায় এক জনকে বেকসুর খালাস করেছেন বিচারক।

Advertisement

গত বছর কল্যাণীর কাঁচরাপাড়া রেলসেতুর নীচে স্বামীর সামনে এক মহিলাকে ধর্ষণের অভিযোগ উঠেছিল কয়েক জনের বিরুদ্ধে। ভোরে ওই রেলসেতু দিয়ে যাচ্ছিলেন স্বামী-স্ত্রী। সেই সময় তাঁদের উপর হামলা হয়। মহিলাকে টেনেহিঁচড়ে সেতুর নীচে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগ ওঠে। তদন্তে নেমে মোট আট জনকে গ্রেফতার করে পুলিশ। ঘটনার ১১ মাসের মাথায় রায় দিল নিম্ন আদালত।

সরকারি আইনজীবী অরিন্দম মুখোপাধ্যায় বলেন, ‘’১০ জনের সাক্ষ্য নেওয়া হয়েছিল। আট জনের মধ্যে সাত জনকে দোষী সাব্যস্ত করে সাজা দিয়েছেন বিচারক।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement