Mamata Banerjee

Mamata Banerjee: আমার শাড়িতে কালি লাগালে মোবিল কী ভাবে ঢালতে হয় আমি জানি! হুঁশিয়ারি মমতার

মমতা বলেন, ‘‘কাউকে মেরে মৃতদেহ নিয়ে নবান্ন অভিযান বন্ধ করুন। বিজেপি আসলে বোকা। সিপিএম আপনাদের দেয় ধোঁকা। আর কংগ্রেস তো ওদের পোকা।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৪ এপ্রিল ২০২২ ১৮:১১
Share:

বিরোধীদের কটাক্ষ মমতার

আবারও বিরোধীদের বিরুদ্ধে অভিযোগের তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, সর্বত্রই সরকারের বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে। ভিডিয়ো ভাইরাল করে চলছে কুৎসা আর ষড়যন্ত্র। নিজেরা মানুষ মারছে আর মৃতদেহ নিয়ে নবান্ন অভিযান করছে। সোমবার নবান্নে সাংবাদিক বৈঠকে সিপিএম, কংগ্রেস ও বিজেপি-কে একযোগে বিঁধে মমতার হুঁশিয়ারি, ‘‘আমার শাড়িতে কালি লাগাতে এলে মোবিল কী ভাবে ঢালতে হয় আমি তা জানি।’’

মুখ্যমন্ত্রীর অভিযোগ, বিজেপি-কংগ্রেস-সিপিএম সবাই তলায় তলায় জোট বেঁধে রাজ্য সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আর কিছু মানুষ তাদের কথা বিশ্বাস করে উন্মাদের মতো আচরণ করছেন। মমতার কথায়, ‘‘দেশের অর্থনীতি শেষ হয়ে যাচ্ছে। আর এরা ঘরে বসে চক্রান্ত করছে। ভিডিয়ো ভাইরাল করে দিচ্ছে। যাতে সরকারের ক্ষতি হয়। আর কিছু মানুষ সে সব দেখে উন্মাদের মতো নাচানাচি করছেন। অথচ কোনটা সত্যিই আর কোনটা মিথ্যে, তা কেউ ভেবে দেখছেন না। আপনারা (বিরোধীরা) কোথায় কী ছক কষছেন, আমি সব জানি। ও সব আমিও করতে পারি। তাই বলব, মানুষকে শান্তিতে থাকতে দিন।’’

Advertisement

বিজেপি, কংগ্রেস ও সিপিএমকে একযোগে আক্রমণ করতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘কাউকে মেরে মৃতদেহ নিয়ে নবান্ন অভিযান বন্ধ করুন। বিজেপি আসলে বোকা। সিপিএম আপনাদের দেয় ধোঁকা। আর কংগ্রেস তো ওদের পোকা।’’ এর আগেও এই তিন দলকে এক সারিতে রেখে ‘জগাই-মাধাই-গদাই’ বলে কটাক্ষ করেছিলেন মমতা।

মুখ্যমন্ত্রী বলেন, ‘‘গত ১৩ দিনে ১১ বার বেড়েছে পেট্রল-ডিজেলের দাম। রান্নার গ্যাসেরও দাম বাড়ছে। দেশের অর্থনীতির অবস্থা শ্রীলঙ্কার চেয়েও খারাপ। অবিলম্বে কেন্দ্রীয় সরকারের উচিত সব দলকে নিয়ে আলোচনায় বসা।’’ তাঁর অভিযোগ, দেশের অর্থনৈতিক অবস্থা থেকে মানুষের নজর ঘোরাতেই বিভিন্ন ঘটনা ঘটাচ্ছে বিজেপি।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন