নারীর কৃতিত্বে খুশি মমতা

আন্তর্জাতিক নারী দিবসে বিধানসভায় নারীর ক্ষমতায়নে তাঁদের সাফল্য বর্ণনা করলেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, স্বাস্থ্যকেন্দ্র বা হাসপাতালে প্রসবের হার বেড়ে হয়েছে ৯২%। শিশু মৃত্যু কমে হয়েছে ১০০০-এ ২৬। কলেজ সার্ভিস কমিশনে ৪৮% মহিলা নিয়োগপত্র পাচ্ছেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ মার্চ ২০১৭ ০৪:০৫
Share:

আন্তর্জাতিক নারী দিবসে বিধানসভায় নারীর ক্ষমতায়নে তাঁদের সাফল্য বর্ণনা করলেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, স্বাস্থ্যকেন্দ্র বা হাসপাতালে প্রসবের হার বেড়ে হয়েছে ৯২%। শিশু মৃত্যু কমে হয়েছে ১০০০-এ ২৬। কলেজ সার্ভিস কমিশনে ৪৮% মহিলা নিয়োগপত্র পাচ্ছেন। মহিলা জেলাশাসক ছ’জন। পঞ্চায়েতে অর্ধেক আসন মহিলাদের। তৃণমূল বিধায়কদের ৩০%-এর বেশি মহিলা। মুখ্যমন্ত্রীর কথায়, ‘‘মেয়েরা এগিয়ে আসছে। যেটা আমরা চেয়েছিলাম।’’

Advertisement

এ দিনই কংগ্রেস বিধায়ক প্রতিমা রজক মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে জানান, বিধানসভায় তাঁকে হেনস্থার বিচার পাননি এক মাসেও। বিধানসভায় প্রসঙ্গটি তোলেন কংগ্রেসের ফিরোজা বেগমও। স্পিকার জানান, তদন্ত শেষ পর্যায়ে।

সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র টুইট করেছেন, ‘‘তৃণমূল-বিজেপি জমানায় মহিলাদের উপরে অত্যাচার বাড়ছে। তৃণমূলের জঙ্গলরাজের অবসান ঘটানোই হোক নারী দিবসের শপথ।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন