Mamata Banerjee

কী ভাবে চলবে দল, মমতা জানাবেন শনিবার

নির্বাচনের সময় মমতা  জানিয়েছিলেন, এ বার সংগঠনের কাজকর্মও দেখবেন নিজেই। এই বৈঠক থেকে সেই কাজই শুরু করতে চলেছেন তিনি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ জুন ২০২১ ০৬:০৪
Share:

মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: পিটিআই।

নতুন সরকারের কাজে তৃণমূলের ভূমিকা স্থির করে দিতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই লক্ষ্যে দলের সাংসদ, বিধায়ক ও পুর পরিচালক মন্ডলীর প্রধানদের সঙ্গে আগামী শনিবার বৈঠক করবেন তিনি। দলীয় সূত্রে খবর, ওই বৈঠকে বকেয়া পুরভোটের প্রস্তুতি সংক্রান্ত প্রাথমিক দিকনির্দেশও দেওয়া হতে পারে। জেলা স্তরে সাংগঠনিক দায়িত্বেও কিছু রদবদলের সম্ভাবনা রয়েছে বলে মনে করা হচ্ছে।

Advertisement

লোকসভা নির্বাচনের সময় থেকেই একাধিক জেলার সংগঠনে ফাঁকফোকর চিহ্নিত করেছিলেন তৃণমূলনেত্রী। বিভিন্ন সময় প্রকাশ্যেই সে কথা জানিয়েছিলেন তিনি। এ বার বিধানসভা ভোটেও কয়েকটি জায়গায় সাংগঠনিক দুর্বলতা এবং অন্তর্ঘাতের বিষয় নজরে এসেছে তৃণমূল নেতৃত্বের। তাই প্রশাসনিক কাজের পাশাপাশি দলের পদাধিকারীদের কাজকর্মে নিরন্তর নজরদারির ভাবনা রয়েছে মমতার। পুরভোট তো বটেই এখন থেকেই সংগঠনকে ২০২৪ সালের লোকসভা ভোটের জন্য তৈরি রাখার পরিকল্পনা রয়েছে তৃণমূলের। সেক্ষেত্রে প্রয়োজন হলে দু’একটি জেলায় সংগঠনকে আরও শক্তিশালী করতে জেলা নেতৃত্বেও বদল করা হতে পারে। নির্বাচনের সময় মমতা জানিয়েছিলেন, এ বার সংগঠনের কাজকর্মও দেখবেন নিজেই। এই বৈঠক থেকে সেই কাজই শুরু করতে চলেছেন তিনি।

তৃতীয় বার তৃণমূলের মন্ত্রিসভা শপথ নিয়েছে একমাস। এই সময়ের মধ্যে করোনা ও প্রাকৃতিক দুর্য়োগ সামলাতে হয়েছে রাজ্য প্রশাসনকে। প্রাথমিক ভাবে সেই পরিস্থিতি সামলে এ বার সরকারের সঙ্গে দলের সমন্বয়ে জোর দিচ্ছে তৃণমূল।

Advertisement

করোনা মোকাবিলায় দলীয় স্তরে পুরসভাগুলির কাজের মূল্যায়ন চালাতে চাইছে তৃণমূল। প্রশাসকমন্ডলীর সুবিধা- অসুবিধার বিষয়গুলিও শীর্ষ নেতৃত্বের বিবেচনায় রয়েছে।

যে কয়েকটি জেলায় ঘূর্ণিঝড়ে ক্ষয়ক্ষতি হয়েছে সেখানেও ত্রাণ ও পুনর্বাসনের কাজ শুরু হয়েছে। এই কাজে স্বচ্ছতা বজায় রাখতে দলের কী কর্তব্য, ওই বৈঠকে তা-ও স্পষ্ট করে দেওয়া হতে পারে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement