Mamata Banerjee

বাঁকুড়ায় মমতা এক দিন আগে

মুখ্যমন্ত্রীর সফরসঙ্গীদের জন্য মুকুটমণিপুরে হোটেল ‘বুকিং’ করা নিয়ে বিতর্ক দেখা দিয়েছিল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বাঁকুড়া শেষ আপডেট: ২৩ নভেম্বর ২০২০ ০৫:২৫
Share:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি পিটিআই।

প্রধানমন্ত্রীর সঙ্গে মঙ্গলবারের ভার্চুয়াল বৈঠকের প্রেক্ষিতে সফরসূচি বদল করে এক দিন আগেই, রবিবার বাঁকুড়া জেলায় পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা থেকে এ দিন দুপুরে চপারে তিনি মুকুটমণিপুরে পৌঁছন। মুকুটমণিপুর লাগোয়া গোড়াবাড়িতে কংসাবতী সেচ দফতরের পরিত্যক্ত আবাসনের দুর্দশার কথা জানাতে হেলিপ্যাডে অপেক্ষা করছিলেন কয়েক জন বধূ। তাঁরা ‘দিদি’ বলে ডাকাডাকি করায় মুখ্যমন্ত্রী এক ব্যক্তিকে পাঠিয়ে দাবিপত্র চেয়ে নেন। তার পরে ওঠেন সেচ দফতরের অতিথি আবাসে।

Advertisement

মুখ্যমন্ত্রীর সফরসঙ্গীদের জন্য মুকুটমণিপুরে হোটেল ‘বুকিং’ করা নিয়ে বিতর্ক দেখা দিয়েছিল। এ দিন বাঁকুড়ার পুলিশ সুপার কোটেশ্বর রাও বলেন, ‘‘পর্যটকদের যাতে কোনও রকম অসুবিধা না হয়, সে জন্য মুকুটমণিপুরে পুলিশের তরফে করা সমস্ত হোটেল ‘বুকিং’ বাতিল করা হয়েছে। হোটেল ব্যবসায়ীদের জানিয়েছি, কোনও ভাবেই যেন পর্যটকদের বুকিং বাতিল না হয়।’’ প্রশাসনের শীর্ষ আধিকারিকদের জন্য করা ‘বুকিং’ বাতিলের কথা শনিবারই ঘোষণা করেছিল জেলা প্রশাসন।

‘বুকিং’ বাতিল হয়ে যাওয়া কিছু পর্যটককে এ দিন জেলা প্রশাসনের তরফে ফোন করে মুকুটমণিপুরে আসতে অনুরোধ করা হয়। টালিগঞ্জের নিত্যানন্দ দে বলেন, ‘‘বুকিং বাতিল হওয়ায় মুকুটমণিপুরে যাওয়ার পরিকল্পনা ভেস্তে গিয়েছিল। বাঁকুড়া প্রশাসনের এক আধিকারিক ফোন করে নির্ধারিত দিনেই যেতে অনুরোধ জানান। হোটেল থেকেও ফোন এসেছিল। কী করব ভাবছি।’’

Advertisement

সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর কর্মসূচিতে কিছুটা বদল আনা হয়েছে। রবিবার রাতে রাজ্যের মন্ত্রী তথা বাঁকুড়া জেলা তৃণমূল সভাপতি শ্যামল সাঁতরা জানান, মঙ্গলবারের বদলে আজ, সোমবার খাতড়ার সিধু কানহু স্টেডিয়ামে সরকারি প্রকল্প প্রদান কর্মসূচিতে মুখ্যমন্ত্রী থাকবেন। তারপরে তিনি বাঁকুড়া শহরে যাবেন। মঙ্গলবার দুপুরে সেখানে তাঁর প্রশাসনিক বৈঠক। সূত্রের খবর, তার আগে, মঙ্গলবার সকালে বাঁকুড়া থেকে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ভার্চুয়াল বৈঠকে যোগ দেবেন। পরের দিন, বুধবার বাঁকুড়া ১ ব্লকের সুনুকপাহাড়ি হাটতলায় তাঁর রাজনৈতিক সমাবেশ করার কথা। বৃহস্পতিবার তিনি বাঁকুড়া থেকে কলকাতায় ফিরবেন।

এ দিন বাঁকুড়া শহরে মুখ্যমন্ত্রীর সফরের প্রতিবাদে বিজেপির বাঁকুড়ার সাংসদ সুভাষ সরকারের নেতৃত্বে মিছিল হয়। তবে তাতে গুরুত্ব দিতে চাননি জেলা তৃণমূল সভাপতি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন