Dilip Ghosh

দিলীপ ঘোষদের ভার্চুয়াল বৈঠকে হঠাৎ হাজির ‘মমতা ব্যানার্জি’, স্তম্ভিত বিজেপি

বিজেপির দলীয় বৈঠকে হঠাৎ ঢুকে পড়লেন ‘মমতা ব্যানার্জি’। পিছন পিছন ঢুকে গেল ‘জয় বাংলা’।

Advertisement
কলকাতা শেষ আপডেট: ২৫ জুন ২০২১ ০৬:২৯
Share:

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

বিজেপির দলীয় বৈঠকে হঠাৎ ঢুকে পড়লেন ‘মমতা ব্যানার্জি’। পিছন পিছন ঢুকে গেল ‘জয় বাংলা’। ওই ভার্চুয়াল বৈঠকে চ্যাট বক্সে লেখা ভেসে উঠল, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ’’, ‘‘জয় বাংলা’’। হতবাক বিজেপি জানিয়েছে, কী করে এমন হল, তার তদন্ত হবে।

Advertisement

বিজেপি সূত্রের খবর, বুধবার সন্ধ্যা সাতটায় ওই অনলাইন বৈঠক ডাকা হয়েছিল। বিষয় ছিল—কেন্দ্রীয় সরকারের গত সাত বছরের সাফল্য। এক কেন্দ্রীয় নেতা সেখানে বক্তৃতা করছিলেন। পশ্চিমবঙ্গ থেকে সেখানে ছিলেন দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ-সহ রাজ্য পদাধিকারীরা, বিধায়ক, সাংসদ, জেলার সভাপতি, সাধারণ সম্পাদক, প্রশিক্ষণ প্রমুখ এবং আইটি টিম। এ ছাড়া, বিজেপির কাউন্সিলর এবং পঞ্চায়েত প্রধানদেরও অনেকে ওই বৈঠকে যোগদানের লিঙ্ক পেয়েছিলেন। বৈঠক চলাকালীন হঠাৎই দেখা যায়, সেখানে ‘মমতা ব্যানার্জি’ হাজির। বিজেপির এক নেতা চ্যাট বক্সে লেখেন, ‘‘এই মমতা ব্যানার্জি কে গো?’’

শেষ পর্যন্ত রাজ্য বিজেপির আইটি সেলের নেতারা বুঝতে পারেন, বৈঠকের লিঙ্ক হোয়াটস্যাপে ছড়াতে ছড়াতে দলের বাইরের কারও কাছে পৌঁছে গিয়েছে। আর তাতেই ঘটেছে বিপত্তি। দলের বাইরের কেউ ‘জয় বাংলা’, কেউ ‘মমতা ব্যানার্জি’ নাম নিয়ে বৈঠকে ঢুকে পড়ে আলোচনা শুনছেন। এর পর প্রযুক্তি ব্যবহার করে বহিরাগতদের বের করে দেওয়া হয়। বৈঠক অবশ্য বন্ধ হয়নি।

Advertisement

ওই বৈঠকের লিঙ্ক কারা পেয়েছিলেন, তা নিয়ে দলের মধ্যে প্রশ্ন উঠেছে। রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু বলেন, ‘‘কী করে এমন হল, সেটা খোঁজ নিয়ে দেখতে হবে। তদন্ত হবে। আমরা জানব। তবে এর ফলে প্রশিক্ষণে কোনও সমস্যা হয়নি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন