TMC

Mamata Banerjee: নতুন বছরের উপহার, দুই আসনে জয় নিয়ে গণনা চলতে চলতেই টুইট-বার্তা মমতার

বালিগঞ্জ ধরে রাখার পাশাপাশি নতুন বাংলা বছরের শুরুতেই আসানসোলের দখল পাওয়াটা নিশ্চিত ভাবেই তৃণমূলের কাছে বড় পাওনা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০২২ ১৩:৩৮
Share:

জয় নিশ্চিত বুঝেই টুইট করেন মমতা। ফাইল চিত্র

ভোট গণনা শেষ হওয়ার আগেই টুইট করে দুই কেন্দ্রের ভোটারদের ধন্যবাদ জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানালেন, মা-মাটি-মানুষের সংগঠন নববর্ষের উপহার পেল। আসানসোল লোকসভা কিংবা বালিগঞ্জ বিধানসভা আসনে উপনির্বাচনে দলের জয় নিয়ে নিশ্চিতই ছিল তৃণমূল। বালিগঞ্জে জয়ের ব্যবধান কম হলেও রেকর্ড ভোটে প্রথমবার আসানসোল লোকসভা দখল করতে চলেছে ঘাসফুল।

Advertisement

বালিগঞ্জ ধরে রাখার পাশাপাশি নতুন বাংলা বছরের শুরুতেই আসানসোলের দখল পাওয়াটা নিশ্চিত ভাবেই তৃণমূলের কাছে বড় পাওনা। সেই পাওনা নিশ্চিত হয়ে যাচ্ছে বুঝতে পেরেই মমতা টুইটে লেখেন, ‘তৃণমূলের দুই প্রার্থীকে জয়ী করার জন্য আসানসোল ও বালিগঞ্জের ভোটারদের ধন্যবাদ।’ দ্বিতীয় টুইটে মমতা লিখেছেন, ‘এই জয়কে আমরা মা-মাটি-মানুষ সংগঠনকে দেওয়া মানুষের নববর্ষের আন্তরিক উপহার বলে মনে করছি। আমাদের উপরে আস্থা রাখার জন্য কুর্নিশ।’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন