AITC

21st July TMC Rally: ২১ জুলাই প্রশাসনের সঙ্গে সহযোগিতা করার আহ্বান, ভিডিয়ো বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা

সমাবেশের আগের দিন একটি ভিডিয়ো বার্তা প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সমাবেশ সফল করতে চাইলেন সহযোগিতা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২০ জুলাই ২০২২ ১৪:০৮
Share:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজস্ব চিত্র।

করোনা সংক্রমণের কারণে গত দু’বছর করা যায়নি ২১ জুলাইয়ের সমাবেশ। কিন্তু এ বার সেই সমাবেশ হচ্ছে পুরনো জায়গা ধর্মতলাতেই। সেই সমাবেশ সফল করতে এক ভিডিয়ো বার্তা প্রকাশ করলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ভিডিয়ো বার্তায় সমাবেশ সফল করতে সহযোগিতার আহ্বান ও আবহাওয়া নিয়ে সর্তকতার বার্তা দিলেন বার বার। বার্তায় মমতা বলেছেন, ‘‘আগামিকাল আমাদের ২১ জুলাই। এই দিনটি আমাদের কাছে ঐতিহাসিক এবং স্মরণীয় দিন। এই দিনটির সঙ্গে আমাদের আবেগ ও স্বজনরা জড়িত। জড়িত মা মাটি মানুষ। আমাদের শহিদ তর্পণ— মা মাটি মানুষকে উৎসর্গ করা। সবটাই আমরা ২১ জুলাইকে ঘিরে করি।’’

Advertisement

২১ জুলাইয়ের সমাবেশের দিন ঝড়-বৃষ্টি হয় বলেও আশঙ্কা প্রকাশ করেছেন মমতা। তিনি বলেছেন, ‘‘যদিও এই সময়টায় আবহাওয়াটা ভাল থাকে না। প্রচণ্ড ঝড় জল বৃষ্টি হয়। তার মধ্যে আমাদের লাখো লাখো কর্মী সমাবেশে এসে উপস্থিত হন নিজেদের চেষ্টায়। আমি সবাইকে আবেদন করব, আমাদের ২১ জুলাইয়ের অনুষ্ঠানে সবারে করি আহ্বান। সব মানুষকে আবেদন করব। যাঁরা পারবেন তাঁরা আসুন। যাঁরা আসতে পারবেন না, তাঁরা টিভিতে দেখুন, আমাদের ফেসবুক লাইভে দেখুন।’’

কলকাতামুখী কর্মীদের উদ্দেশে সতর্কবার্তা দিয়ে মমতা বলেন,‘‘আমি সবাইকে বলব, সাবধানে ও শান্তিপূর্ণ ভাবে নিজেরা নিজেদের সঙ্গে সহযোগিতা করে, প্রশাসনের সঙ্গে সহযোগিতা করে আসুন। গাড়িতে যাঁরা আসবেন, তাঁরা হুড়োহুড়ি করবেন না। যাতে কোনও দুর্ঘটনা না ঘটে, তাড়াতাড়ি করতে গিয়ে। মানুষের প্রাণ বাঁচে। মানুষকে সাহায্য করার জন্য সবাইকে সর্তক করছি। যাঁরা দূরদূরান্ত থেকে আসবেন, তাঁরা যতক্ষণ বাড়ি না যাবেন, তাদেরকে সকলে সহযোগিতা করবেন।’’

Advertisement

মমতা বলেছেন, ‘‘সমস্ত রাজনৈতিক দল, প্রশাসন জগতের সবার কাছে প্রার্থনা করব, আসুন সবাই ২১ জুলাইকে প্রত্যক্ষ করি। ২১ জুলাই সমাবেশ, ২১ মানেই আন্দোলন, ২১ মানেই ভাষা, ২১ মানেই পথের স্বপ্ন, ২১ মানেই দিশা। ২১ আনে নতুন ভোর, ২১ আমাদের মনের জোর। ২১ ফিরে আসুক বার বার। আসুন আবার ২১ জুলাইকে ফিরে দেখি আবার।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন