Calcutta High Court

অনুমতি ছাড়াই নাবালককে কাজে নিয়ে গিয়েছেন স্থানীয়েরা! পুত্রের খোঁজ চেয়ে হাই কোর্টে বাবা

কুরবানের বাড়ির ডোমজুড় থানার বাঁকড়ায়। তাঁর অভিযোগ, ১৬ বছরের সন্তানকে কাজে নিয়ে যান এলাকার কয়েক জন। তাঁর অনুমতি ছাড়াই পুত্রকে হরিয়ানার জিন্দলপুরের মাছলি গলিতে নিয়ে গিয়েছিলেন তাঁরা।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ এপ্রিল ২০২৫ ২২:০৭
Share:

পুত্রের খোঁজ চেয়ে হাই কোর্টে বাবা। —প্রতিনিধিত্বমূলক চিত্র।

নাবালক পুত্রের খোঁজ চেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেন বাবা। হাওড়ার ডোমজুড়ের কুরবানের অভিযোগ, অনুমতি ছাড়াই তাঁর পুত্রকে কাজে নিয়ে গিয়েছিলেন স্থানীয় কয়েক জন। তার পর থেকে খোঁজ নেই পুত্রের। পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে ‘হেবিয়াস কর্পাস’ মামলা করেছেন তিনি। আগামী সপ্তাহে বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রতকুমার মিত্রের ডিভিশন বেঞ্চে শুনানি রয়েছে সেই মামলার।

Advertisement

কুরবানের বাড়ির ডোমজুড় থানার বাঁকড়ায়। তাঁর অভিযোগ, ১৬ বছরের সন্তানকে কাজে নিয়ে যান এলাকার কয়েক জন। তাঁর অনুমতি ছাড়াই পুত্রকে হরিয়ানার জিন্দলপুরের মাছলি গলিতে নিয়ে গিয়েছিলেন তাঁরা। গত বছর ২৬ নভেম্বর ছেলের সঙ্গে কথা বলেছিলেন কুরবান। তার পরে ওই মাসেই এলাকার পরিচিতেরা হরিয়ানায় যেখানে থাকেন, সেখানে গিয়ে দেখা করেন তিনি। কুরবানের অভিযোগ, ওই পরিচিতেরা তাঁর সন্তানের খোঁজ দিতে পারেননি।

এর পরে ডোমজুড় থানায় পুত্রে নিখোঁজ হওয়ার অভিযোগে মামলা দায়ের করেন কুরবান। তাঁর অভিযোগ, মামলা করলেও পুলিশ কোনও পদক্ষেপ করেনি। এই অভিযোগ তুলেই হাই কোর্টে ‘হেবিয়াস কর্পাস’ মামলা করেন কুরবান। আগামী সপ্তাহে সপ্তাহে মামলার শুনানি রয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement