কারামন্ত্রীর আশ্বাসে অনশন ভঙ্গ অর্ণবের

পরীক্ষাকেন্দ্র থেকে জেলে ফিরেই প্রতিবাদে অনশন শুরু করেন অর্ণব। পিএইচডি শুরুর দাবিও জানান তিনি। 

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০১৮ ০১:৪৭
Share:

অর্ণব দাম। ফাইল ছবি।

কারামন্ত্রীর উপস্থিতিতে শনিবার দুপুরে বিস্কুট খেয়ে অনশন ভাঙলেন মাওবাদী নেতা অর্ণব দাম। গত মঙ্গলবার নেট ছিল তাঁর। কিন্ত কারাকর্মীদের একাংশের গাফিলতিতে পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে দেরি হওয়ায় পরীক্ষায় বসার সুযোগ পাননি অর্ণব। পরীক্ষাকেন্দ্র থেকে জেলে ফিরেই প্রতিবাদে অনশন শুরু করেন অর্ণব। পিএইচডি শুরুর দাবিও জানান তিনি।

Advertisement

কারাকর্তাদের দাবি, কারামন্ত্রী উজ্জ্বল বিশ্বাস এ দিন অর্ণবের সঙ্গে কথা বলেন। তাঁর নেট সংক্রান্ত বইয়ের দাম মিটিয়ে দেওয়ার আশ্বাসও দিয়েছেন তিনি।

প্রেসিডেন্সি জেলে বন্দিদের নিয়ে এ দিন থেকে শুরু হয়েছে শীতোৎসব বা উইন্টার কার্নিভাল। কারা সূত্রের খবর, ওই অনুষ্ঠানের উদ্বোধন করার পর অর্ণবের সেলে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন কারামন্ত্রী উজ্বল বিশ্বাস। ছিলেন দফতরের পদস্থ আধিকারিকেরাও। অর্ণব তাঁর পিএইচডি-র প্রস্তাব সংক্রান্ত সারাংশ লিখেছেন কি না, সে বিষয়েও জানতে চান মন্ত্রী। ওই সারাংশ লেখা হলে তাঁর সঙ্গে যোগাযোগ করার পরামর্শও দেন উজ্জ্বলবাবু। তবে এ ব্যাপারে বিস্তারিত মন্তব্য এড়িয়েছেন মন্ত্রী। তিনি শুধু বলেন, ‘‘অর্ণবের সঙ্গে কথা হয়েছে। নেট-এর দিনের ঘটনার নিয়েও কথা হয়েছে।’’

Advertisement

অর্ণবের অনশন প্রত্যাহারের পর মানবাধিকার সংগঠন এপিডিআর-এর নেতা রঞ্জিত শূর বলেন, ‘‘মন্ত্রী এবং আধিকারিকদের উপস্থিতিতে কোনও বন্দীর অনশন প্রত্যাহার করার নজির নেই। মন্ত্রী এবং ডিজি কারাকে ধন্যবাদ।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন