Panskura Truck Accident

জাতীয় সড়ক ছেড়ে পাঁশকুড়ায় ফুটপাথে উঠে পড়ল ট্রাক, চাকায় পিষে মৃত ৩, আহত বেশ কয়েক জন!

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঘাতক ট্রাকটি লোহার ব্যারিকেড টপকে রাস্তার পাশে থাকা একাধিক দোকান গুঁড়িয়ে দেয়। অভিঘাত এতটাই তীব্র ছিল যে, একাধিক দোকানের কর্মী থেকে খদ্দের বেরিয়ে যাওয়ার সুযোগই পাননি।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১০ অগস্ট ২০২৫ ১০:২৫
Share:

ঘাতক ট্রাক ঘিরে বিক্ষোভ স্থানীয়দের। —নিজস্ব চিত্র।

রাতের অন্ধকারে বেপরোয়া ট্রাকের ধাক্কায় প্রাণ গেল তিন জনের। জখম বেশ কয়েক জন। শনিবার গভীর রাতে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার সিদ্ধা বাজারে এই দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, ১৬ নম্বর জাতীয় সড়ক দিয়ে আগুয়ান একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পাশের ফুটপাথে উঠে পড়ে। ট্রাকের ধাক্কায় গুঁড়িয়ে যায় বেশ কয়েকটি দোকান। চাকার তলায় পিষ্ট হয়ে তিন জন ঘটনাস্থলেই মারা যান। কয়েক জন ব্যক্তি গুরুতর জখম হন। তাঁদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ইতিমধ্যে ঘাতক ট্রাকটিকে আটক করেছে পাঁশকুড়া থানার পুলিশ।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে খড়্গপুর থেকে কোলাঘাটের দিকে আসার সময় একটি মালবোঝাই ট্রাক সিদ্ধা বাজারের কাছে দুর্ঘটনার কবলে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গতি এতই বেশি ছিল যে, ঘাতক ট্রাকটি লোহার ব্যারিকেড টপকে রাস্তার পাশে থাকা একাধিক দোকান গুঁড়িয়ে দেয়। অভিঘাত এতটাই তীব্র ছিল যে, একাধিক দোকানের কর্মী থেকে খদ্দের বেরিয়ে যাওয়ার সুযোগই পাননি।

স্থানীয়দের অভিযোগ, ট্রাকের চালক ও খালাসি মত্ত অবস্থায় থাকার ফলেই এমন দুর্ঘটনা। ঘটনার সময় বাজারে যথেষ্ট লোকজন ছিলেন। ওই সময় ট্রাকটি একের পর এক দোকান ভেঙে ঢুকে যায় বাজারে। এই ঘটনার জেরে রাতে দীর্ঘ সময় জাতীয় সড়কে যানজট ছিল। পরে পাঁশকুড়া থানার পুলিশ এসে ঘাতক ট্রাকটিকে সরিয়ে নেয়। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় তিনটি মৃতদেহ। শনাক্ত করার কাজ চলছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় পুলিশ। মৃত এবং আহতেরা স্থানীয় বাসিন্দা বলেই পুলিশ সূত্রে খবর।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement