Jhargram Murder

মুরগি খুনের বদলা নিতে বাবা ও ছেলেকে কুপিয়ে হত্যা! ঝাড়গ্রামে গ্রেফতার চার

ধৃতদের মধ্যে দু’জনকে বৃহস্পতিবার আদালতে হাজির করানো হলে বিচারক দু’দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ অগস্ট ২০২৫ ২৩:০৪
Share:

—প্রতীকী চিত্র।

প্রতিবেশী পরিবারের একটি মুরগি মারা গিয়েছে। মুরগিটিকে মেরে ফেলা হয়েছে, এই সন্দেহে বাবা-ছেলেকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ উঠল ঝাড়গ্রামে।

Advertisement

বুধবার রাতে নয়াগ্রাম থানা এলাকার সিংধুই গ্রামের এই ঘটনায় পুলিশ মোট চার জনকে গ্রেফতার করেছে। ধৃতদের মধ্যে দু’জনকে বৃহস্পতিবার আদালতে হাজির করানো হলে বিচারক দু’দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন। বৃহস্পতিবার যে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ, তাঁদের শুক্রবার আদালতে হাজির করানো হবে।

পুলিশ সুত্রে জানা গিয়েছে, মৃত বাবা ও ছেলের নাম সারুপ নায়েক (৫০), অজয় নায়েক (৩২)। জখম হয়েছেন আরও কয়েক জন। সারুপের ভাইপো বাবলু নায়েক এবং বাবলুর জামাইবাবু শুনিয়া প্রামাণিককে গ্রেফতার করেছে। মুল অভিযুক্ত কালীপদ নায়েক ও তাঁর বোন কল্পনা প্রামাণিক ঘটনার পর পলাতক থাকলেও বৃহস্পতিবার তাঁদের গ্রেফতার করে পুলিশ।

Advertisement

দুই পরিবার গ্রামে পাশাপাশি ঘরে থাকে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাবলুদের একটি মুরগি দু’দিন আগে হারিয়ে গিয়েছিল। বুধবার সন্ধ্যায় সেটিকে মৃত অবস্থায় পাওয়া যায়। সেই সময় ঝামেলা হলেও, তা মিটেও গিয়েছিল। কিন্তু পরে আবার ওই ঘটনা নিয়ে ফের দুই পরিবারের বিবাদ শুরু হয়। সারুপের পরিবারের উপর ধারালো অস্ত্র, লাঠি নিয়ে চড়াও হন বাবলুরা। সেই সময় সারুপ এবং অজয়কে খুন করা হয় বলে অভিযোগ।

গোপীবল্লভপুরের এসডিপিও পারভেজ সরফরাজ বলেন, ‘‘মুরগি নিয়ে বিবাদের জেরে দু’টি পরিবারের মধ্যে ঝামেলা হয়। ঘটনায় একটি পরিবারের বাবা ও ছেলে খুন হন। বেশ কয়েক জন আহত হয়েছেন। পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করেছে। ঘটনার তদন্ত চলছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement