জাতীয় মাস্টার্সে উজ্জ্বল কল্যাণী, ইলারা

‘ন্যাশনাল মাস্টার্স অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ’-এ ৭টি পদক পেল পশ্চিম মেদিনীপুর। সম্প্রতি হায়দরাবাদের গাচিবাওলি স্টেডিয়ামে এই চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়। জাতীয়স্তরের প্রতিযোগিতায় এই সাফল্যে উচ্ছ্বসিত জেলার ক্রীড়াকর্তারা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ মার্চ ২০১৭ ০২:২৪
Share:

‘ন্যাশনাল মাস্টার্স অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ’-এ ৭টি পদক পেল পশ্চিম মেদিনীপুর। সম্প্রতি হায়দরাবাদের গাচিবাওলি স্টেডিয়ামে এই চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়। জাতীয়স্তরের প্রতিযোগিতায় এই সাফল্যে উচ্ছ্বসিত জেলার ক্রীড়াকর্তারা। পশ্চিম মেদিনীপুর জেলা মাস্টার্স অ্যাথলেটিক্স অ্যাসোসিয়েশনের সম্পাদক বাবলু দিগার বলেন, “জাতীয় স্তরের প্রতিযোগিতায় জেলার সাফল্যে সকলে খুশি। আশা করি, জেলার পারফরম্যান্স আগামী দিনে আরও ভাল হবে। ন্যাশনাল থেকে আরও বেশি পদক আসবে।”

Advertisement

গত ২১-২৫ ফেব্রুয়ারি ন্যাশনাল মাস্টার্স-এর আসর বসেছিল। এর আগে গত সেপ্টেম্বর মাসে মাস্টার্স অ্যাথলেটিক্সের জেলা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। জেলায় যাঁরা সফল হন, তাঁরা রাজ্য প্রতিযোগিতায় যোগ দেন। গত নভেম্বর মাসে মাস্টার্স অ্যাথলেটিক্সের রাজ্য প্রতিযোগিতা হয়। রাজ্য প্রতিযোগিতার আসর বসেছিল কলকাতার সাইতে। রাজ্যে যাঁরা সফল হন, তাঁরাই জাতীয়স্তরের প্রতিযোগিতায় যোগের ছাড়পত্র পান।

জেলা মাস্টার্স অ্যাথলেটিক্স অ্যাসোসিয়েশন সূত্রে জানানো হয়েছে, এই প্রতিযোগিতায় ৫ কিলোমিটার হাঁটায় প্রথম হয়েছেন এ জেলার ইলা দত্ত সিংহ। ট্রিপল চেস্-এও তৃতীয় হয়েছেন তিনি। ১,৫০০ মিটার দৌড়ে তৃতীয় হয়েছেন শ্যামাপদ দাস (শুক্রবার এই সংস্করণের খেলার পাতায় প্রকাশিত ‘জাতীয় মাস্টার্সে সফল সোমনাথ’ শীর্ষক খবরে ভুলবশত শ্যামাপদ দাসের নাম সোমনাথ দাস বলে ছাপা হয়েছে। এ জন্য আমরা আন্তরিক ভাবে দুঃখিত)। ১০০ মিটার হার্ডলস্-এ তৃতীয় হয়েছেন তানিমা ভট্টাচার্য। পাশাপাশি, ২০০ মিটার দৌড়ে দ্বিতীয়
হয়েছেন কল্যাণী মণ্ডল। রিলে রেস-এ তৃতীয় হয়েছেন তিনি। ৩,০০০ মিটার ট্রিপল চেস-এ তৃতীয় স্থানে রয়েছেন বিমল মাহাতো।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement