Suvendu Adhikari

শিশিরের বাড়িতে পুরুলিয়ার সাংসদ, ‘পদ্ম ফুটছে’ কটাক্ষ তৃণমূলের

জ্যোতির্ময় জানিয়েছেন, তিনি ওই জোনে বিজেপি-র পর্যবেক্ষক। তাই জোনের কর্মকর্তাদের বাড়িতে যাওয়াটা স্বাবাভিক।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কাঁথি শেষ আপডেট: ৩০ ডিসেম্বর ২০২০ ২২:০৮
Share:

শান্তিকুঞ্জ থেকে বেরচ্ছেন বিজেপি সাংসদ জ্যোতির্ময় মাহাতো। নিজস্ব চিত্র।

শুভেন্দু অধিকারী মঙ্গলবার মন্তব্য করেছিলেন, তাঁর বাড়িতেও পদ্ম ফুল ফুটবে। তার ২৪ ঘণ্টার মধ্যেই বুধবার পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় মাহাতো হাজির হলেন পূর্ব মেদিনীপুরের কাঁথির শান্তিকুঞ্জে। বেশ কিছু সময় পর হাসি মুখে ওই বাড়ি থেকে বেরিয়ে তিনি জানালেন, শুভেন্দুর বাড়িতে চা খেতে এসেছিলেন। যা নিয়ে তৃণমূল ইতিমধ্যেই কটাক্ষ করতে শুরু করেছে।

Advertisement

জ্যোতির্ময় জানিয়েছেন, তিনি ওই জোনে বিজেপি-র পর্যবেক্ষক। তাই জোনের কর্মকর্তাদের বাড়িতে যাওয়াটা স্বাবাভিক। তিনি বলেন, ‘‘শুভেন্দুর বাড়িতে চা খেতে এসেছিলাম। বাড়িতে অনেকের সঙ্গেই দেখা হয়েছে তাঁর। শিশিরবাবুর সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ হয়েছে।’’

পাশাপাশি জ্যোতির্ময় দাবি করেন, ‘‘তৃণমূল এখন দু’ভাগে বিভক্ত হয়েছে। যাঁরা এখনও ভাল লোক আছেন, তাঁরা বিজেপি-তে চলে আসতে চাইছেন। আর গুন্ডাবাহিনীর তৃণমূল এখন সক্রিয়। তাই নিজেদের পার্টি অফিস নিজেরাই ভাঙছে। শুধু বিজেপি দোষ চাপাচ্ছে। তবে, মানুষ মেনে নেবে না। কারণ তৃণমূল দলটাই থাকবে না তো পার্টি অফিস কোথায় থাকবে।’’

Advertisement

তবে জ্যোতির্ময়ের এই সফরকে ঘিরে ইতিমধ্যে জেলা তৃণমূলের অন্দরে ব্যাপক গুঞ্জন শুরু হয়ে গিয়েছে। এই বিষয়ে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি মাহমুদ হোসেনের মন্তব্য, ‘‘শুভেন্দু অধিকারী বলেছিলেন বাড়িতে পদ্ম ফুল ফোটাবেন। তাই জ্যোতির্ময় মাহাতোকে নিয়ে এসে বাড়িতে পদ্ম ফুল ফোটানোর চেষ্টা করছেন।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন