Ghatal TMC Leader Arrest

‘অভিষেকের চিঠি’ নিয়ে তোলাবাজি: গ্রেফতারির পরের দিন জামিন পেলেন ঘাটালের প্রাক্তন পুরপ্রধান বিভাসচন্দ্র!

বর্তমানে ঘাটাল পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বিভাস। অভিযোগ, ‘অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস’-এর প্যাডে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের ‘সই করা চিঠি’ ছড়ানোর পিছনে তিনি ছিলেন এবং লক্ষাধিক টাকা তুলেছেন।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ অক্টোবর ২০২৫ ১৮:৩০
Share:

জামিন মঞ্জুরের পর আদালতের বাইরে বিভাসচন্দ্র ঘোষ। —নিজস্ব চিত্র।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘সই করা নকল চিঠি’ দেখিয়ে তোলাবাজির অভিযোগে গ্রেফতার হয়েছিলেন মঙ্গলবার। বুধবারই জামিন পেলেন পশ্চিম মেদিনীপুরের ঘাটাল পুরসভার প্রাক্তন চেয়ারম্যান বিভাসচন্দ্র ঘোষ। তবে বেশ কিছু শর্ত মানতে হবে তাঁকে।

Advertisement

সমাজমাধ্যমে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘সই করা একটি চিঠি’ ঘুরে বেড়াচ্ছিল (তার সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম) । পরে পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূলের তরফে বলা হয়, চিঠিটি ভুয়ো। শীর্ষ নেতৃত্ব কাউকে কোনও দায়িত্ব দিলে জেলা নেতৃত্ব সেটা জানবেন। কিন্তু ওই চিঠিটি ছড়িয়ে নিজের ক্ষমতা জাহির করে টাকা তোলার অভিযোগ উঠেছে ঘাটাল পুরসভার দু’বারের চেয়ারম্যানের বিরুদ্ধে।

বর্তমানে ঘাটাল পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বিভাস। অভিযোগ, ‘অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস’-এর প্যাডে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের ‘সই করা চিঠি’ ছড়ানোর পিছনে তিনি ছিলেন। এবং ইতিমধ্যে লক্ষাধিক টাকা তোলা তুলেছেন। এর পরেই ওই কাউন্সিলরকে গ্রেফতার করে পুলিশ।

Advertisement

বুধবার ঘাটাল মহকুমা আদালতে তোলা হলে বিচারক শর্তসাপেক্ষে জামিন মঞ্জুর করেন বিভাসের। বলা হয়, তদন্তের স্বার্থে আগামী দুই সপ্তাহ তাঁকে থানায় হাজিরা দিতে হবে। পুলিশি তদন্তে পূর্ণ সহযোগিতা করতে হবে। আগামী ২৯ অক্টোবর আদালতে সেই তদন্তরিপোর্ট জমা দেবে পুলিশ। তার পর পরবর্তী নির্দেশ দেওয়া হবে। ওই দিন আদালতে হাজির থাকতে হবে বিভাসকে।

আদালত থেকে বেরিয়ে তৃণমূল কাউন্সিলরের মন্তব্য, ‘‘আমি দলীয় চক্রান্তের শিকার হয়েছি।’’ তিনি আরও বলেন, ‘‘আমি পুরসভার দু’বারের চেয়ারম্যান। সেই সূত্রে পুরআইন জানা আছে। আর দলীয় প্যাডের ব্যাপারে আমি কিছুই জানি না।’’ বিভাসের আইনজীবী জানান, জিজ্ঞাসাবাদের জন্য ডেকে তাঁর মক্কেলকে পুলিশ গ্রেফতার করেছিল। কেস ডায়েরি খতিয়ে দেখার পর শর্তসাপেক্ষে তাঁর জামিন মঞ্জুর করেছেন বিচারক।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement