যুব মোর্চার বৈঠক

বিধানসভা নির্বাচনেও লোকসভার ভোটের অনেকটাই ধরে রাখতে পেরেছে বিজেপি। তার উপর ভর করেই জেলায় সংগঠন বাড়ানোর উপরে জোর দিচ্ছে গেরুয়া শিবির। বুধবার বিজেপির যুব সংগঠন যুব মোর্চার বৈঠকেও উঠে এল সেই প্রসঙ্গ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

মেদিনীপুর শেষ আপডেট: ০২ জুন ২০১৬ ০০:৪৫
Share:

বিধানসভা নির্বাচনেও লোকসভার ভোটের অনেকটাই ধরে রাখতে পেরেছে বিজেপি। তার উপর ভর করেই জেলায় সংগঠন বাড়ানোর উপরে জোর দিচ্ছে গেরুয়া শিবির। বুধবার বিজেপির যুব সংগঠন যুব মোর্চার বৈঠকেও উঠে এল সেই প্রসঙ্গ।

Advertisement

এ দিন মেদিনীপুরে বিজেপির জেলা কার্যালয়েই এই বৈঠক হয়। সাংগঠনিক বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। ছিলেন যুব মোর্চার জেলা সভাপতি অরূপ দাস।

গত লোকসভায় জেলায় প্রায় ১০ শতাংশ ভোট পেয়েছিল গেরুয়া- শিবির। মেদিনীপুর লোকসভার অন্তর্গত খড়্গপুর কেন্দ্রে প্রথম স্থানে ছিল বিজেপি। এ বার বিধানসভাতেও প্রায় ১০ শতাংশ ভোট পেয়েছে তারা। দলের ভোটপ্রাপ্তির উপরে ভর করেই আগামী দিনে জেলায় দলকে আরও মজবুত ভিতের উপরে দাঁড় করানোর চেষ্টা শুরু করছে বিজেপি। এ ক্ষেত্রে যে যুব সংগঠনেরও একটা বড় দায়িত্ব রয়েছে, বৈঠকে সেই বার্তাই দেওয়া হয়।

Advertisement

দলের এক সূত্রের দাবি, এ বার জেলায় যুব সংগঠন বাড়ানোর কাজ শুরু হবে। স্থানীয় কর্মীদের নিয়ে বৈঠক হবে। বুথ- ভিত্তিক সংগঠন গড়ে তোলার উপরেই সবথেকে বেশি জোর দেওয়া হবে। অরূপবাবু বলেন, “এদিন সাংগঠনিক বৈঠক ছিল। সংগঠনের কিছু দিক নিয়েই আলোচনা হয়েছে।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন