GHatal

উপপ্রধান প্রহৃত, অভিযুক্ত বিজেপি 

পুলিশ সূত্রে খবর, আমপান ঝড়ে ক্ষতিগ্রস্তদের তালিকায় দুর্নীতি-সহ নানা অভিযোগে ওই পঞ্চায়েত এলাকায় বিজেপি-তৃণমূলের মধ্যে চাপা উত্তেজনা ছিলই।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

ঘাটাল শেষ আপডেট: ০৩ অগস্ট ২০২০ ০৮:১৮
Share:

মনসুকায় আহত উপপ্রধান। নিজস্ব চিত্র

তৃণমূল-বিজেপি সংঘর্ষে তেতে উঠল পশ্চিম মেদিনীপুরের ঘাটালের মনসুকা। শনিবার রাতে ঘটনাটি ঘটে মনসুকা এলাকার রামচকে। আহত হয়েছেন মনসুকা-২ পঞ্চায়েতের তৃণমূলের উপপ্রধান-সহ দু’দলের ছ’জন।

Advertisement

পুলিশ সূত্রে খবর, আমপান ঝড়ে ক্ষতিগ্রস্তদের তালিকায় দুর্নীতি-সহ নানা অভিযোগে ওই পঞ্চায়েত এলাকায় বিজেপি-তৃণমূলের মধ্যে চাপা উত্তেজনা ছিলই। শুক্রবার স্থানীয় এক নাবালিকার বিয়ে বন্ধ করা নিয়েও দু’দলের সমর্থকেরা একে অপরকে কটূক্তি করে। তারই জেরে গোলমাল হয় শনিবার রাতে।

তৃণমূলের অভিযোগ, শনিবার রাতে রামচক গ্রামের বিজেপির লোকজন আচমকাই হাতে লঙ্কার গুঁড়ো নিয়ে তৃণমূল কর্মীদের উপরে হামলা চালায়। দু’জন মহিলাকেও মারধর করে। স্থানীয় উপপ্রধান তৃণমূলের স্বদেশ মণ্ডল-সহ কয়েকজন বাধা দিলে বিজেপির লোকজন স্বদেশকে আটকে রেখে মারধর করে। তাঁকে লোহার রড ও ধারালো অস্ত্র দিয়ে মারা হয় বলে অভিযোগ।

Advertisement

তৃণমূলের ঘাটাল ব্লক সভাপতি দিলীপ মাজির দাবি, “লঙ্কার গুঁড়ো ছিটিয়ে দলের মহিলা কর্মীদের মারধর করা হয়। হামলায় দলের উপ প্রধান জখম হয়েছেন। পুলিশে অভিযোগ করা হয়েছে।”

বিজেপির পাল্টা অভিযোগ, মনসুকা এলাকায় তাদের প্রভাব বাড়ছে। তাই আতঙ্ক তৈরি করতে তৃণমূলের লোকজন শনিবার রাতে বিজেপির এক কর্মীর বাড়িতে চড়াও হয়ে মারধর করে। সাবমার্সিবেল পাম্প-সহ বেশ কিছু জিনিস ভাঙচুর করা হয়। বিজেপির ঘাটাল সাংগাঠনিক জেলার সাধারণ সম্পাদক রামকুমার দের দাবি, “তৃণমূলের লোকজন প্রথমে আমাদের দলের দুই মহিলা সমর্থককে মারধর করে। তাঁদের চিৎকারে বিজেপি কর্মীরা প্রতিরোধ করে। হামলায় আমাদের দু’জন জখম হয়েছেন।”

পুলিশ বিজেপির দু’জনকে আটক করেছে। জেলা পুলিশের এক আধিকারিক বলেন, “ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। এলাকায় পুলিশি টহল চলছে।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন