গুলি কাণ্ডে ধৃত চালক

সোনা ব্যবসায়ী বিশ্বজিৎ পলমলের উপর গুলি চালিয়ে গয়না লুঠের ঘটনায় গাড়ির চালককে গ্রেফতার করল পুলিশ। মঙ্গলবার রাতে কোলাঘাটের দেউলিয়া এলাকা থেকে শেখ আসরাফ মল্লিক নামে ওই যুবককে ধরা হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০১৬ ০০:৩২
Share:

আসরাফ।

সোনা ব্যবসায়ী বিশ্বজিৎ পলমলের উপর গুলি চালিয়ে গয়না লুঠের ঘটনায় গাড়ির চালককে গ্রেফতার করল পুলিশ। মঙ্গলবার রাতে কোলাঘাটের দেউলিয়া এলাকা থেকে শেখ আসরাফ মল্লিক নামে ওই যুবককে ধরা হয়। তবে ওই ঘটনায় মূল অভিযুক্ত সঞ্জয়কে পুলিশ এখনও গ্রেফতার করতে পারেনি। ঘটনায় ব্যবহৃত গাড়িটি পুলিশ আগেই বাজেয়াপ্ত করেছে।

Advertisement

পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার অলোক রাজোরিয়া বলেন, ‘‘সোনা ব্যবসায়ীকে গুলি করে গয়না লুঠের ঘটনায় জড়িত গাড়ির চালককে গ্রেফতার করা হয়েছে। গাড়িটিও বাজেয়াপ্ত করা হয়েছে। গাড়িটিতে রক্তের দাগ মিলেছে। মূল অভিযুক্তকে দ্রুত গ্রেফতার করা যাবে বলে আশা করছি।’’

গত রবিবার সকালে কোলাঘাটের দেউলবাড় এলাকায় ৬ নম্বর জাতীয় সড়কের ধার থেকে বিশ্বজিৎবাবুকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনায় মূল অভিযুক্ত যে গাড়িটি ব্যবহার করেছিল সোমবার রাতে গ্রাম থেকে ওই গাড়িটি বাজেয়াপ্ত করা হয়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement