একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস 

প্রশাসনিক সূত্রের খবর, আজ, বুধবার দিঘা থেকে হেলিকপ্টারে বাজকুল কলেজ ময়দানের জনসভায় পৌঁছবেন মুখ্যমন্ত্রী। সভার মঞ্চ থেকে ‘দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদে’র নবনির্মিত প্রশাসনিক ভবন উদ্বোধন করতে পারেন মুখ্যমন্ত্রী।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

তমলুক শেষ আপডেট: ০৫ ডিসেম্বর ২০১৮ ০০:১৫
Share:

পশ্চিম মেদিনীপুর সফর সেরে মঙ্গলবরা দিঘা পৌঁছেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই সফরে মুখ্যমন্ত্রীর একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করার কথা।

Advertisement

প্রশাসনিক সূত্রের খবর, আজ, বুধবার দিঘা থেকে হেলিকপ্টারে বাজকুল কলেজ ময়দানের জনসভায় পৌঁছবেন মুখ্যমন্ত্রী। সভার মঞ্চ থেকে ‘দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদে’র নবনির্মিত প্রশাসনিক ভবন উদ্বোধন করতে পারেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি, দিঘায় নবনির্মিত পার্কিং টার্মিনাল, পর্যটকদের বেড়ানোর মাঝে বিশ্রামের জন্য কমিউনিটি সেন্টার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। এছাড়াও, পূর্ব মেদিনীপুরের বিভিন্ন এলাকার রাস্তাঘাট, সেতু এবং বিভিন্ন দফতরের নবনির্মিত অফিস ভবন-সহ একগুচ্ছ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী।

বাজকুলের সভামঞ্চ থেকেই জেলার জন্য বেশ কিছু নতুন প্রকল্পের শিলান্যাস করার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। এছাড়াও, রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পে সুবিধা প্রাপক উপভোক্তাদের হাতে সামগ্রী তুলে দেবেন মুখ্যমন্ত্রী। বাজকুলের জনসভা শেষে ফের হেলিকপ্টারে দিঘায় ফিরে যাবেন মুখ্যমন্ত্রী। আগামিকাল, বৃহস্পতিবার সেখানে প্রশাসন, সরকারি বিভিন্ন দফতরের আধিকারিক, পুলিশ এবং জনপ্রতিনিধিদের নিয়ে তাঁর বৈঠক করার কথা। এই সফরে শঙ্করপুরের দিঘার মতো একটি বিশ্ববাংলা উদ্যানেরও উদ্বোধন করার কথা মুখ্যমন্ত্রীর।

Advertisement

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বাজকুলে প্রশাসনিক সভামঞ্চে ওঠার সময় মুখ্যমন্ত্রীকে ধামসা-মাদল-সহ আদিবাসী নৃত্য এবং ঢাকের বাজনা সহযোগে অভ্যর্থনা জানানো হবে। সে জন্য জেলার ৬০ জন আদিবাসী-লোকশিল্পী ও ঢাকিকে বাছাই করে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন