Coronavirus

এ বার ট্রাক চালক করোনা আক্রান্ত

মার্চের শেষ সপ্তাহে করোনা আক্রান্তের নিরিখে রাজ্যের মধ্যে দ্বিতীয় জেলা হিসেবে নাম উঠে আসে পূর্ব মেদিনীপুরের।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ মে ২০২০ ০২:২০
Share:

প্রতীকী ছবি

এক একজন সুস্থ হয়ে বাড়ি ফিরছেন। তো আরও এক জনের করোনা আক্রান্তের খবর আসছে!

Advertisement

পূর্ব মেদিনীপুরের হলদিয়ায় ফের একজনের শরীরে মিলল করোনাভাইরাসের উপস্থিতি। আক্রান্ত ব্যক্তি বিহারের বাসিন্দা। পেশায় ট্রাক চালক। সম্প্রতি ওড়িশা থেকে তিনি পণ্যবাহী ট্রাক নিয়ে হলদিয়ায় এসেছিলেন। তার পরেই করোনা উপসর্গ নিয়ে হলদিয়া মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ওই ব্যক্তি। শনিবার তাঁকে পাঁশকুড়ার মেচগ্রামের বড়মা হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

মার্চের শেষ সপ্তাহে করোনা আক্রান্তের নিরিখে রাজ্যের মধ্যে দ্বিতীয় জেলা হিসেবে নাম উঠে আসে পূর্ব মেদিনীপুরের। জেলায় আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় মেচগ্রামের বড়মা মাল্টি স্পেশ্যালিটি হাসপাতালকে সরকারি উদ্যোগে শুরু হয় করোনা আক্রান্তদের চিকিৎসা। দু’দফায় ওই হাসপাতালে ভর্তি হওয়া ২০ জনেরও বেশি করোনা আক্রান্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। কিন্তু শনিবার আরও এক করোনা আক্রান্তের হদিস মিলেছে হলদিয়ায়।

Advertisement

জেলা স্বাস্থ্য দফতর সূত্রে খবর, আক্রান্ত ব্যক্তি পণ্যবাহী ট্রাক নিয়ে হলদিয়ায় আসেন। করোনা উপসর্গ নিয়ে গত ২৬ এপ্রিল তিনি হলদিয়া মহকুমা হাসপাতালে ভর্তি হন। ২৭ এপ্রিল তাঁর লালারসের নমুনা পাঠানো হয় পরীক্ষার জন্য। করোনা পরীক্ষা রিপোর্ট পজ়িটিভ আসায় ওই ট্রাক চালককে এ দিন নিয়ে আসা হয় বড়মা হাসপাতালে। তাঁর চিকিৎসা শুরু হয়েছে। হাসপাতালে ভর্তি হওয়ার আগে ওই ট্রাক চালক কার কার সংস্পর্শে এসেছিলেন, সেই বিষয়ে খোঁজ খবর নিচ্ছে স্বাস্থ্য দফতর।

জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক নিতাইচন্দ্র মণ্ডল বলেন, ‘‘ওই ট্রাক চালক ওড়িশা থেকে হলদিয়া আসার পরই অসুস্থ হয়ে পড়েন। তাঁর করোনা ধরা পড়েছে। এই সংক্রমণ জেলা থেকে হয়নি। খুব সম্ভবত বাইরের রাজ্য থেকেই কোভিড ১৯ এর জীবাণু নিয়ে আসেন ওই ট্রাক চালক। বড়মা হাসপাতালে তাঁর করোনা চিকিৎসা শুরু হয়েছে।’’ নতুন আক্রন্ত ওই ব্যক্তি বাদে এই মুহূর্তে বড়মা হাসপাতালে আটজন করোনা আক্রান্তের চিকিৎসা চলছে। এঁদের মধ্যে সাতজনের প্রথম পরীক্ষা রিপোর্ট নেগেটিভ এসেছে। দ্বিতীয়বারের পরীক্ষা রিপোর্ট এখনও হাতে এসে পৌঁছয়নি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement