Witch suspect

ডাইনি অপবাদে এক মহিলাকে গাছে বেধে রাখার অভিযোগ দাঁতনে

রবিবার ওই এলাকায় ভিক্ষা করতে বেরিয়েছিলেন আক্রান্ত মহিলা। সেই সময় পথ চলতি এক যুবক তাঁর দিকে তাকাতেই হঠাৎ অসুস্থ বোধ করেন তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১১ অগস্ট ২০২৫ ০১:০৫
Share:

ঘটনাস্থলে পুলিশ। নিজস্ব চিত্র।

ডাইনে অপবাদে এক মহিলা ভিক্ষুককে গাছে বেঁধে রাখার অভিযোগ উঠল গ্রামবাসীদের বিরুদ্ধে। রবিবার ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুরের তাকিনগর এলাকায়। পরে পুলিশ গিয়ে মহিলাকে উদ্ধার করে। এই ঘটনায় দু’জনকে আটক করেছে তারা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

Advertisement

সূত্রের খবর, রবিবার ওই এলাকায় ভিক্ষা করতে বেরিয়েছিলেন আক্রান্ত মহিলা। সেই সময় পথ চলতি এক যুবক তাঁর দিকে তাকাতেই হঠাৎ অসুস্থ বোধ করেন তিনি। সঙ্গে সঙ্গে তাঁর পরিবারকে খবর দেওয়া হলে তাঁরা এসে ওই মহিলাকে আটক করে গাছে বেঁধে রাখেন। তারপর দাঁতন থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে ওই মহিলাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসার পর আক্রান্ত মহিলাকে তাঁর পরিবারের হাতে তুলে দেওয়া হয়। আক্রান্ত মহিলা বেলদার বাসিন্দা বলে জানায় দাঁতন থানার পুলিশ।

দাঁতনের বিধায়ক বিক্রমচন্দ্র প্রধান এই ঘটনার তীব্র নিন্দা করেন এবং প্রশাসনকে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আবেদন করবেন বলেও জানান তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement