Ghatal

ডিএনবি পাঠক্রম পশ্চিমের দুই হাসপাতালে

চিকিৎসক মহলের আশা, জেলা স্তরের এমন দু’টি গুরুত্বপূর্ণ হাসপাতালে ডিএনবি কোর্স পড়ানোর সিদ্ধান্ত বড় পদক্ষেপ।

Advertisement

অভিজিৎ চক্রবর্তী

ঘাটাল শেষ আপডেট: ৩০ অক্টোবর ২০২০ ০০:০১
Share:

ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে পড়ানো হবে ডিপ্লোম্যাট অফ ন্যাশনাল বোর্ড (ডিএনবি) কোর্স।। নিজস্ব চিত্র

ঘাটাল সুপার স্পেশালিটি এবং খড়্গপুর মহকুমা হাসপাতালে পড়ানো হবে ডিপ্লোম্যাট অফ ন্যাশনাল বোর্ড (ডিএনবি) কোর্স। প্রাথমিক ভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি মিলেছে। এরপরই চূড়ান্ত অনুমোদনের জন্য তৎপর হয়েছে স্বাস্থ্যভবন। এমডি এবং এমএস (চিকিৎসকদের স্নাতকোত্তর ডিগ্রি)-এর সমতুল এই পাঠক্রম চালুর জন্য সক্রিয় পশ্চিম মেদিনীপুর জেলা স্বাস্থ্য ভবনও। হাসপাতাল কর্তৃপক্ষগুলির তরফেও যাবতীয় প্রক্রিয়া শুরু হয়েছে।

Advertisement

চিকিৎসক মহলের আশা, জেলা স্তরের এমন দু’টি গুরুত্বপূর্ণ হাসপাতালে ডিএনবি কোর্স পড়ানোর সিদ্ধান্ত বড় পদক্ষেপ। পরবর্তী সময়ে এর ফলে ঘাটাল ও খড়্গপুরে চিকিৎসা পরিষেবার ক্ষেত্রে ব্যাপক উন্নতি হবে। উপকৃত হবেন সাধারণ মানুষ। চিকিৎসক সঙ্কটও কাটবে। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক নিমাইচন্দ্র মণ্ডল বলেন, “সবকিছু ঠিকঠাক থাকলে আগামী শিক্ষাবর্ষ থেকেই ডিএনবি পাঠক্রম চালু হয়ে যাবে। ঘাটাল ও খড়্গপুর দুটি হাসপাতালে প্রাথমিক ভাবে প্রয়োজনীয় পরিকাঠামো রয়েছে। ভবিষ্যতে আরও বাড়ানো হবে। স্বাস্থ্য ভবনের নির্দেশে সমস্তরকম প্রক্রিয়া শুরু হয়েছে।”

ডিএনবি হল চিকিৎসকদের স্নাতকোত্তর ডিগ্রি। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের অধীন স্বশাসিত সংস্থা এনবিই (ন্যাশনাল বোর্ড অফ একজামিনেশন) এই ডিগ্রি দেয়। এমবিবিএসের পর নির্দিষ্ট পরীক্ষার মাধ্যমেই পড়ার সুযোগ পান চিকিৎসকেরা। এই মুহুর্তে কলকাতা সহ রাজ্যের বেশ কিছু হাসপাতালে এই পাঠক্রম পড়ানো হয়। সম্প্রতি স্বাস্থ্য ভবন আর্জি জানায়— পরিকাঠামো রয়েছে রাজ্যের এমন বেশ কিছু হাসপাতালে এই পাঠক্রম চালু করা হোক। এরপরই সম্মতি দেয় এনবিই।

Advertisement

স্বাস্থ্য দফতর সূত্রের খবর, ঘাটাল সুপার স্পেশ্যালিটি হাসপাতালে স্ত্রীরোগ, শিশু এবং ইএনটি-এই তিনটি বিভাগ চালু হবে। খড়্গপুরে স্ত্রীরোগ ও শিশু বিভাগ চালু হবে। দু’টি হাসপাতালেই এই বিভাগগুলি চালু রয়েছে। এই কোর্স চালু হলে এক সময় মেডিক্যাল কলেজের প্রায় সমান্তরাল পরিষেবা মিলবে। হাসপাতাল ক্যাম্পাসেই পৃথক পরিকাঠামো গড়ে উঠবে। ডিএনবি পড়ার সুযোগ পেয়ে চিকিৎসকরা এখানে পড়তে আসবেন। দু’বছরের কোর্স। প্রশিক্ষণ নিতে আসা চিকিৎসকেরা অভিজ্ঞ চিকিৎসকদের কাছ থেকে হাতেকলমে কাজ শিখবেন। ফলে সংশ্লিষ্ট বিভাগ গুলিতে পরিষেবার ক্ষেত্রে আমূল বদল ঘটবে।

স্বাস্থ্য দফতর জানিয়েছে, প্রাথমিক ভাবে ঘাটাল সুপার স্পেশ্যালিটি হাসপাতালে স্ত্রীরোগ বিভাগে ২, ইএনটি-২ এবং শিশু বিভাগে ‌১টি আসন। খড়্গপুরে স্ত্রীরোগ ২ এবং শিশু বিভাগে ১ টি করে আসন দিয়ে চালু হবে। কাউন্সেলিং এর মাধ্যমে সবকিছু চূড়ান্ত হবে। প্রাথমিক ভাবে ঘাটাল ও খড়্গপুরে মেদিনীপুর মেডিক্যাল কলেজের চিকিৎসকেরা পড়াবেন। তার সঙ্গে হাসপাতালের সিনিয়র চিকিৎসকেরাও থাকবেন। আরও অভিজ্ঞ চিকিৎসক নিয়োগ হবে। হাসপাতাল ক্যাম্পাসেই তৈরি হবে নতুন ভবন। সেখানে লাইব্রেরি, কনফারেন্স রুম সহ অনান্য পরিকঠামো তৈরি হবে। তবে প্রাথমিক ভাবে কোর্স চালুর জন্য দুটি হাসপাতালেই পৃথক ভবন রয়েছে। নিমাই চন্দ্র বলেন, “খুব শীঘ্রই এনবিই কর্তৃপক্ষ ওই দুটি হাসপাতাল পরিদর্শনে আসবেন। প্রয়োজনীয় পদক্ষেপ করা হয়েছে।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন