বিশ্বযুদ্ধের সময়ের বোমা কেশপুরে

বেশ কিছু দিন আগে কেশপুরের মুগবসানে কামানের গোলার মতো লোহার বস্তুর দেখা মিলেছিল। ভাঙা বিমানের কাঠামোর মতো কিছু যন্ত্রাংশও পাওয়া গিয়েছিল। অনুমান এগুলি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পড়া বোমা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০১৭ ০০:৪২
Share:

এই সেই যন্ত্রাংশ ও কামানের গোলার মতো বস্তু (ইনসেটে)। নিজস্ব চিত্র।

বেশ কিছু দিন আগে কেশপুরের মুগবসানে কামানের গোলার মতো লোহার বস্তুর দেখা মিলেছিল। ভাঙা বিমানের কাঠামোর মতো কিছু যন্ত্রাংশও পাওয়া গিয়েছিল। অনুমান এগুলি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পড়া বোমা। কখনও খাল সংস্কার করতে গিয়ে, কখনও বা রাস্তার সম্প্রসারণের কাজের সময় পাওয়া এই সব সামগ্রী সম্প্রতি পুলিশের নজরে আসে। সিআরপিএফ-কে বিষয়টি জানানো হয়। উদ্ধার হওয়া বিশালাকার বোমাটি নিষ্ক্রিয় করতেও বলা হয়। সেই মতো রবিবার কলকাতা থেকে সিআরপিএফের বম্ব স্কোয়াডের অফিসার দেব্রবত ঘোষের নেতৃত্বে একটি দল মুগবাসানে এসেছিল। তবে বোমা পরীক্ষা করে জানায়, এ কাজ তারা করতে পারবে না। পশ্চিম মেদিনীপুরের জেলা পুলিশ সুপার ভারতী ঘোষ বলেন, ‘‘বোমাটি নিষ্ক্রিয় করতে সিআরপি-কে বলেছিলাম। সিআরপি জানিয়েছে, এয়ার ফোর্স বা সেনা আধিকারিকদের পরামর্শ নিতে। আমরা এয়ারফোর্স কে জানাব।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement