ধানের দাম না পেলে আন্দোলনের হুঁশিয়ারি

ধানের দাম না পেলে আন্দোলনে হুঁশিয়ারি দিলেন লালগড়ের ‘প্রতারিত’ কয়েকশো চাষি। সোমবার দুপুরে লালগড় বিডিও অফিস প্রাঙ্গণে প্রতীকী অবস্থান-বিক্ষোভ করেন চাষিরা। পরে ক্ষতিগ্রস্ত চাষিদের তরফে দশজন প্রতিনিধি লালগড়ের বিডিও জ্যোতিন্দ্রনাথ বৈরাগীর সঙ্গে দেখা করেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

ঝাড়গ্রাম শেষ আপডেট: ০২ অগস্ট ২০১৬ ০১:০৩
Share:

লালগড়ে চাষিদের বিক্ষোভ মিছিল। — নিজস্ব চিত্র।

ধানের দাম না পেলে আন্দোলনে হুঁশিয়ারি দিলেন লালগড়ের ‘প্রতারিত’ কয়েকশো চাষি। সোমবার দুপুরে লালগড় বিডিও অফিস প্রাঙ্গণে প্রতীকী অবস্থান-বিক্ষোভ করেন চাষিরা। পরে ক্ষতিগ্রস্ত চাষিদের তরফে দশজন প্রতিনিধি লালগড়ের বিডিও জ্যোতিন্দ্রনাথ বৈরাগীর সঙ্গে দেখা করেন। টাকার অভাবে চাষিরা চলতি খরিফ মরশুমে চাষের কাজ শুরু করতে পারছেন না বলে বিডিও-র কাছে অভিযোগ করেন। বিডিও’কে অবশ্য এ দিন চাষিরা কোনও লিখিত স্মারকলিপি দেননি।

Advertisement

লালগড়ের ডিংলা গ্রামের কল্পনা গরাই বলেন, “সারা বছরের পরিশ্রমের ধান সরকারের ঘরে বেচে যদি পথে বসতে হয়, তাহলে আমরাও চুপ করে থাকব না। দাবি আদায়ের জন্য আন্দোলনে যাব।” চাষিদের বক্তব্য, যাঁর কাছে তাঁরা ধারে ধান বেচেছিলেন, সেই প্রশান্ত খানকে পুলিশ গ্রেফতার করেছে। টাকার অভাবে অনেকেই কৃষিঋণ শোধ করতে পারেননি। আমন ধানের চাষও শুরু করা যায়নি। চাষিদের কথায়, “এরপর তো আত্মহত্যা ছাড়া আর কোনও পথ নেই!”

লালগড়ের বিডিও জ্যোতিন্দ্রনাথ বৈরাগী বলেন, “যে সব চাষি টাকা পাননি, তাঁদের রসিদের প্রতিলিপি-সহ আবেদন করতে বলেছি। সেই তালিকা উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেব।”

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন