অপহৃত মেয়েকে ফিরে পেতে সিআইডি চান বাবা

পুলিশ সূত্রে খবর, নবম শ্রেণির ওই ছাত্রীকে অপহরণ করা হয়েছে বলে ৮ জুন তার বাবা কাঁথি মহিলা থানায় অভিযোগ দায়ের করেন। কিশোরীর বাবার অভিযোগ, ওই দিন সন্ধ্যা সাড়ে ছটা নাগাদ জিনিস কিনতে গিয়ে মেয়ে আর ফেরেনি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কাঁথি শেষ আপডেট: ১১ জুলাই ২০১৭ ০১:১০
Share:

প্রতীকী চিত্র।

নাবালিকা মেয়েকে অপহরণের অভিযোগ দায়ের করেছিলেন ৯ জুন। এক মাস কেটে গেলেও মেয়ে উদ্ধার না হওয়ায় সিআইডি তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন বাবা। ঘটনাটি পূর্ব মেদিনীপুরের কাঁথি থানার পূর্ব আমতালিয়া গ্রামের।

Advertisement

পুলিশ সূত্রে খবর, নবম শ্রেণির ওই ছাত্রীকে অপহরণ করা হয়েছে বলে ৮ জুন তার বাবা কাঁথি মহিলা থানায় অভিযোগ দায়ের করেন। কিশোরীর বাবার অভিযোগ, ওই দিন সন্ধ্যা সাড়ে ছটা নাগাদ জিনিস কিনতে গিয়ে মেয়ে আর ফেরেনি। পরে তিনি লোকমুখে জানতে পারেন গ্রামেরই এক যুবক তাঁর মেয়েকে বাইকে করে তুলে নিয়ে নিয়েছে।

স্থানীয় সূত্রে খবর, চাষবাস করে সংসার চলে ওই পরিবারের। ওই কিশোরীর মা অন্তঃসত্ত্বা। কিশোরীর বাবার অভিযোগ, গত ১ জুলাই অপহরণকারীরা ২০ লক্ষ টাকা মুক্তিপণ চেয়ে ফোন করে। পুলিশকে তিনি তা জানান। কিন্তু তারপরেও পুলিশ মেয়ের খোঁজ দিতে না পারায় শেষ পর্যন্ত ৬ জুলাই ওই কিশোরীর বাবা কলকাতা হাইকোর্টে আবেদন জানান মামলার ভার সিআইডিকে দেওয়ার জন্য। তিনি জানান, আদালতে যাওয়ার পরের দিনই অর্থাৎ ৭ জুলাই ফের একটি ফোন আসে। তাতে মেয়ে কাঁদতে কাঁদতে জানায়, হাইকোর্ট থেকে মামলা তুলে না নিলে দুষ্কৃতীরা তার অন্তঃসত্ত্বা মাকে অপহরণ করবে। যে তিনটি মোবাইল নম্বর থেকে দুষ্কৃতীরা ফোন করেছিল, সেই তিনটি নম্বরও পুলিশকে জানিয়ে দেন নাবালিকার বাবা। তিনি বলেন, ‘‘গ্রামের যে যুবক আমার মেয়েকে তুলে নিয়ে গিয়েছে তার নাম ও আরও তিনজনের নাম পুলিশকে জানিয়েছি। কিন্তু এখনও মেয়েরে কোনও খোঁজ পাইনি।’’

Advertisement

জেলার অতিরিক্ত পুলিশ সুপার ইন্দ্রজিৎ বসু বলেন, ‘‘পুলিশ বেশ কয়েকবার বিভিন্ন জায়গায় হানাও দিয়েছে। এখনও তল্লাশি চলছে। তবে তদন্তের স্বার্থে এর বেশি কিছু বলা যাবে না।’’ নাবালিকার আত্মীয় সুনীল মণ্ডলের অভিযোগ, “অভিযুক্তরা প্রভাবশালী। আর তাই পুলিশও সে ভাবে এগোচ্ছে না। সিআইডি তদন্তে নামলে সব বেরিয়ে আসবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন