Khejuri Cooperatives Election

খেজুরি কৃষি সমবায় নির্বাচনে জয় তৃণমূলের, খাতা খুলতেই পারল না বিজেপি

কোনও রকম অপ্রীতিকর ঘটনা এড়ানোর পাশাপাশি শান্তিপূর্ণ ভোট করানোর জন্য বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২৫ ০০:৫০
Share:

সমব্যয় নির্বাচনে জয়ের পর উজ্জাপন শাসকদলের। নিজস্ব চিত্র।

খেজুরি ১ ব্লকের কৃষি সমবায় সমিতি নির্বাচনে নিরঙ্কুশ জয় পেলেন তৃণমূল সমর্থিত প্রার্থীরা। খাতা খুলতে পারলেন না বিজপি সমর্থিত প্রার্থীরা। শুভেন্দুর অধিকারীর নন্দীগ্রামের পাশের বিধানসভা কেন্দ্রে খেজুরিতে বিজেপির এই ফলাফলে যথেষ্ট চিন্তিত পদ্ম শিবির।

Advertisement

রবিবার পূর্ব মেদিনীপুর জেলার খেজুরি ১ ব্লকের হেঁড়িয়া কৃষি উন্নয়ন সমবায় সমিতির এই ভোটে মোট ৯টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে বিজেপি এবং তৃণমূল। নির্বাচন ঘিরে রবিবার সকাল থেকেই উত্তেজনা ছিল তুঙ্গে। কোনও রকম অপ্রীতিকর ঘটনা এড়ানোর পাশাপাশি শান্তিপূর্ণ ভোট করানোর জন্য বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়। দিনের শেষে ভোটগণনার পর ৯টি আসনেই জয়লাভ করেন শাসকদলের প্রার্থীরা।

নির্বাচনের এই ফলাফলের পর তৃণমূল সমর্থকদের দাবি, একের পর এক দুর্নীতির কারণে বিজেপির থেকে মুখ ফিরিয়েছেন সাধারণ মানুষ। খেজুরি ১ ব্লকের পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি জালালউদ্দিন খান জানান, বিজেপির মিথ্যাচার এবং দুর্নীতির বিরুদ্ধে জবাব দিয়েছেন সাধারণ মানুষ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement