সিবিএসই-র ফল

সিবিএসই বোর্ডের উচ্চ মাধ্যমিকে ভালো করল হলদিয়ার ছাত্রছাত্রীরা। ভারতীয় বিদ্যাভবন, হলদিয়ার ৩৫জন ছাত্রছাত্রী এ বারে উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছিল। তারা প্রত্যেকেই উত্তীর্ণ হয়েছে। ওই স্কুল থেকে বিজ্ঞান বিভাগে সর্বোচ্চ ৯৫ শতাংশ নম্বর পেয়েছে শুভম সাহু। কলা বিভাগে সর্বোচ্চ ৯৪ শতাংশ নম্বর পেয়েছে কেউর গাঁধী।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

হলদিয়া শেষ আপডেট: ২৬ মে ২০১৫ ০০:৪৪
Share:

সিবিএসই বোর্ডের উচ্চ মাধ্যমিকে ভালো করল হলদিয়ার ছাত্রছাত্রীরা। ভারতীয় বিদ্যাভবন, হলদিয়ার ৩৫জন ছাত্রছাত্রী এ বারে উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছিল। তারা প্রত্যেকেই উত্তীর্ণ হয়েছে। ওই স্কুল থেকে বিজ্ঞান বিভাগে সর্বোচ্চ ৯৫ শতাংশ নম্বর পেয়েছে শুভম সাহু। কলা বিভাগে সর্বোচ্চ ৯৪ শতাংশ নম্বর পেয়েছে কেউর গাঁধী। কেন্দ্রীয় বিদ্যালয়, আইওসি হলদিয়া থেকে এ বারে উচ্চমাধ্যমিকে ৫১জন ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছিল। তাদের মধ্যে ৪৭জন উত্তীর্ণ হয়েছে। ওই স্কুল থেকে বিজ্ঞান বিভাগে অনুষ্কা সিংহ সর্বোচ্চ ৯৩.৪ শতাংশ নম্বর পেয়েছে। বাণিজ্য বিভাগে সর্বোচ্চ নম্বর পেয়েছে শুভাঙ্গী সেনগুপ্ত ৬৮.৮শতাংশ। কলা বিভাগে সর্বোচ্চ ৮৫.৮ শতাংশ নম্বর পেয়েছে অঞ্জলি দেব দাস। মহিষাদলের কাপাসেড়িয়ার জওহর নবোদয় বিদ্যালয় থেকে এবারে উচ্চমাধ্যমিকে ৪২জন পরীক্ষা দিয়েছিল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন