বালিচক স্টেশনে প্লাটফর্মের অংশ ভাঙার কাজ চলছে। — নিজস্ব চিত্র।
দক্ষিণ-পূর্ব রেলওয়ে শাখার বালিচক স্টেশনে রবিবার সকালে অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল মালগাড়ি। সকাল সাড়ে ৮টা নাগাদ ডাউন লাইনের পাঁচ নম্বর লুপ লাইনে ঢোকার সময় হঠাৎই ওই মালগাড়ির ইঞ্জিন এবং দু’টি বগির প্লাটফর্মে ধাক্কা লাগে। বিকট শব্দে স্টেশন চত্বরে আতঙ্ক তৈরি হয়। ঘটনার খবর পেয়ে স্টেশনে উপস্থিত হন রেলের আধিকারিকেরা। প্লাটফর্মে ঢালাই ভাঙার কাজ শুরু করেন কর্মীরা। যদিও যাত্রিবাহী ট্রেনের পরিষেবা স্বাভাবিক বলে জানিয়েছে রেল।
বালিচক স্টেশন মাস্টার দশরথ বৈরাগী জানান, লাইন থেকে চাকা নেমে যায়নি, প্লাটফর্মে একটি ইঞ্জিন এবং দু’টি বগির ধাক্কা লাগে। কী কারণে এমন হল, তা তদন্তের পর জানা যাবে। তবে অন্যান্য লাইনে রেল চলাচল স্বাভাবিক রয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
ঠিক কী হয়েছিল? স্টেশন মাস্টার দশরথ জানান, পশ্চিম মেদিনীপুর জেলার দক্ষিণ-পূর্ব রেলওয়ের বালিচক স্টেশনের ৫ নম্বর প্লাটফর্মে মালগাড়ি ব্যাক করার সময়ে তার ইঞ্জিনের সঙ্গে ধাক্কা লাগে প্লাটফর্মে। তার পরেই মালগাড়ি আটকে যায়। যেহেতু মালগাড়ি যাওয়ার ট্র্যাকে এই সমস্যা হয়েছে, তাই অন্য ট্রেন সময়েই চলাচল করছে।