শ্বশুরবাড়ি থেকে এক বধূর ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ। বৃহস্পতিবার সকালে মহিষাদলের পূর্ব শ্রীরামপুরের এই ঘটনায় মৃতের নাম সুচিত্রা বাগ (২৭)। দেহটি উদ্ধার করে হলদিয়া মহকুমা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। তবে এ বিষয়ে কোনও অভিযোগ দায়ের করা হয়নি। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ। তবে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ভোররাতে গলায় দ়ড়ি দিয়ে আত্মহত্যাই করেছেন মহিলা।