Inactive

মোড়ে মোড়ে অচল ক্যামেরা

লদিয়ার মতো শিল্পশহরে গুরুত্বপূর্ণ রাস্তার মোড়গুলিতে সিসি ক্যামেরা পরিষেবা একেবারে বেহাল বলে অভিযোগ শহরবাসীর।।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ অক্টোবর ২০২০ ০২:৫৮
Share:

ভেঙে গিয়েছে সিসি ক্যামেরা। ব্রজলালচকে। নিজস্ব চিত্র।

উৎসব মানেই প্রচুর লোকের ভিড়। আর ভিড়ভাট্টায় অপরাধমূলক কাজ কর্মের সম্ভাবনা বেশি থাকে। বেপরোয়া হয়ে ওঠে দুষ্কৃতীরা। ছোটখাটো চুরি ছিনতাই শ্লীলতাহানির মতো ঘটনা লেগেই থাকে। স্বভাবতই সাধারণ মানুষের নিরাপত্তায় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা জোরদার করার প্রয়োজন পড়ে।

Advertisement

কিন্তু হলদিয়ার মতো শিল্পশহরে গুরুত্বপূর্ণ রাস্তার মোড়গুলিতে সিসি ক্যামেরা পরিষেবা একেবারে বেহাল বলে অভিযোগ শহরবাসীর। রানিচক মোড়, ক্ষুদিরাম স্কোয়ার, মঞ্জুশ্রী মোড়, সুতাহাটা, চৈতন্যপুর মোড় প্রতিটি জায়গাতেই সিসি ক্যামেরা পরিষেবা বেহাল। কোথাও সিসি ক্যামেরা নেই তো কোথাও সিসি ক্যামেরা খারাপ। পুলিশ সূত্রে খবর, হলদিয়া মেছেদা ৪১ নম্বর জাতীয় সড়ক ও হলদিয়া মেচেদা রাজ্য সড়কের সংযোগস্থল রানিচক মোড়। রানিচক মোড় হলদিয়া বন্দরের মূল প্রবেশপথ। রানিচক মোড়ে পুলিশের পক্ষ থেকে সিসি ক্যামেরাগুলি বসানো হয়েছিল। কিন্তু রক্ষণাবেক্ষণের অভাবে বর্তমানে সেগুলির অধিকাংশ বিকল। হলদিয়ার দুর্গাচক থানা এলাকায় মঞ্জুশ্রী মোড় খুবই গুরুত্বপূর্ণ এলাকা। কারণ ওই মোড় দিয়ে যাতায়াত করত হয় হলদিয়া মহকুমা হাসপাতাল ও হলদিয়া মহকুমাশাসকের অফিসে। সেখানেও মাত্র একটি সিসি ক্যামেরা লাগানো হয়েছে। মঞ্জুশ্রী মোড় থেকে দুর্গাচকের সিপিটি মার্কেটের মোড় দিয়ে প্রচুর মানুষ নিত্যদিন কর্মস্থলে যাতায়াত করেন। প্রচুর গাড়িও চলাচল করে। মাঝেমধ্যে ছোটখাট দুর্ঘটনাও ঘটে। কিন্তু এমন গুরুত্বপূর্ণ রাস্তাতেও নেই কোন সিসি ক্যামেরা। হলদিয়ার আরেক গুরুত্বপূর্ণ এলাকার চৈতন্যপুর মোড়। প্রায়ই এখানে দুর্ঘটনা ঘটে। কিন্তু এখানেও নেই সিসি ক্যামেরায় নজরদারি।

গত কয়েক মাসে হলদিয়া মহাকুমা জুড়ে একের পর এক অপরাধমূলক ঘটনা ঘটেছে। এমনিতেই প্রশ্নের মুখে সাধারণ মানুষের নিরাপত্তা। রানিচক মোড় থেকে চোখের সামনে থেকে উধাও হয়ে গিয়েছে মোবাইল টাওয়ার। মোবাইল ছিনতাইয়ের মতো ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। এর পরেও কেন নতুন সিসি ক্যামেরা লাগানো থেকে অকেজো সিসি ক্যামেরাগুলি রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করা হয়নি তা নিয়ে মহকুমা পুলিশ-প্রশাসনের দিকে আঙুল তুলেছেন শহরবাসী। এই অবস্থায় সামনে দুর্গাপুজোর মরসুমে নিজেদের নিরাপত্তা নিয়ে প্র‌শ্ন তুলেছেন তাঁরা। চৈতন্যপুর এলাকার এক মহিলার কথায়, ‘‘হলদিয়ার মতো গুরুত্বপূর্ণ জায়গায় বড় বড় রাস্তার মোড়গুলিতে সিসি ক্যামেরার হাল খারাপ কেন? পুলিশ প্রশাসনের উদাসীনতা অবাক করছে।’’ টাউনশিপ এলাকার এক কলেজ ছাত্রী বলেন, ‘‘সিসি ক্যামেরার বেহাল পরিষেবা আদতে দুষ্কৃতীদের আরও বেপরোয়া করে তুলবে। মেয়েদের নিরাপত্তার বিষয়েও প্রশাসনের ভাবনা-চিন্তা করা উচিত।’’

Advertisement

হলদিয়ার অতিরিক্ত পুলিশ সুপার পার্থ ঘোষ বলেন, ‘‘আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। নিরাপত্তায় বিশেষ জোর দেওয়া হচ্ছে। পুলিশ-প্রশাসনের পক্ষ থেকে সিসিক্যামেরাগুলি সারানোর ব্যবস্থা হচ্ছে। বেশ কিছু জায়গায় নতুন করে সিসি ক্যামেরা বসানোর ব্যাপারে চিন্তা-ভাবনা চলছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement