বিচারাধীন বন্দিদের ভোট দেওয়ারও অধিকার থাকা উচিত, কমিশনকে চিঠি জঙ্গলমহল স্বরাজ মোর্চার

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

ঝাড়গ্রাম শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০২৪ ২৩:২৯
Share:

—প্রতীকী ছবি।

বিচারাধীন বন্দিদের ভোটদানের অধিকার দেওয়ার দাবিতে দেশের মুখ্য নির্বাচন কমিশনারের কাছে স্মারকলিপি জমা দিল জঙ্গলমহল স্বরাজ মোর্চা। বিচারাধীন অবস্থায় নির্বাচনে লড়াইয়ের জন্য সুযোগ পান বন্দিরা। কিন্তু বিচারাধীন অবস্থায় ভোট দেওয়ার অধিকার নেই তাঁদের। তাঁদের যাতে সেই অধিকার দেওয়া হয়, সেই দাবিতে সোমবার ঝাড়গ্রামের জেলাশাসক তথা জেলা মুখ্য নির্বাচনী আধিকারিকের মাধ্যমে দেশের মুখ্য নির্বাচনী আধিকারিক রাজীব কুমারের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে।

Advertisement

জঙ্গলমহল স্বরাজ মোর্চার কেন্দ্রীয় কমিটির সভাপতি অশোক মাহাতো বলেন, ‘‘আমাদের দেশে ফৌজদারি মামলায় জেলবন্দিরা নির্বাচনে দাঁড়াতে পারেন। কিন্তু ফৌজদারি মামলায় বিচারাধীন জেলবন্দিরা কেন গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারবেন না? অষ্টাদশ লোকসভা নির্বাচনে ফৌজদারি মামলায় বিচারাধীন জেলবন্দিরা তাঁরা তাঁদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারে, তার জন্যই ঝাড়গ্রামের জেলাশাসকের মাধ্যমে মুখ্য নির্বাচন কমিশনারের কাছে ডেপুটেশন দেওয়া হল।’’ প্রসঙ্গত বিশ্বের অনেক দেশেই বিচারাধীন বন্দিদের ভোটে দাঁড়ানোর পাশাপাশি ভোট দেওয়ারও অধিকার দেওয়া হয়। কোথাও কোথাও তা নির্ভর করে সাজার সময়কালের উপর।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন